স্পোর্টস ডেস্ক: কোনো সন্দেহ নেই, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে জনপ্রিয়তম দল কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি, শাহরুখও সম্ভবত তর্কাতীতভাবে আইপিএল-এর সবথেকে জনপ্রিয় মালিক। প্রথম সংস্করণে, বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিই লোকসান করেছিল বলে জানানো হয়েছিল। সেই সময় কেকেআর-ই ছিল একমাত্র ফ্র্যাঞ্চাইজি, যারা মালিকের ব্র্যান্ড ভ্যালুর উপরে নির্ভর করে লাভের মুখ দেখেছিল।
তবে তার পর কয়েক মরশুমে কেকেআর প্রত্যাশিত সাফল্য পায়নি। সেই সময়ে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ ছিল কেকেআর-এর দলগঠনে হস্তক্ষেপ করার।
মালিকের বিরুদ্ধে সেই অভিযোগ অবশ্য খণ্ডণ করে দিচ্ছেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি একটি ক্রীড়া ওয়েবসাইটকে দেয়া ভিডিও সাক্ষাৎকারে হর্ষ ভোগলেকে জানান, ‘শাহরুখ দলগঠনে এবং টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে বড্ড বেশি নাক গলান, এই রকম কথা আমার কানেও এসেছে। তবে কেকেআর-এ এই নিয়ে সপ্তম মরশুম খেলছি আমি। এতদিনে দল সংক্রান্ত একটাও নির্দেশ শাহরুখের পক্ষ থেকে আসেনি।’
পাশাপাশি গম্ভীর জানিয়ে দেন, তিনি যখন শাহরুখের সঙ্গে আড্ডা মারেন, তখনো কিন্তু ক্রিকেট-এর কোনো প্রসঙ্গ থাকে না। গম্ভীর জানালেন, ‘আমরা কখনো ক্রিকেট-সংক্রান্ত বিষয়ে কথাই বলি না। একবার শাহরুখই আমাকে বলেছিলেন, যখন কেউ অভিনয়-সংক্রান্ত বিষয়ে আমার সঙ্গে আড্ডা মারতে আসে, আমি রীতিমতো রেগে যাই। উনি সব সময়ে বলেন, তোমরা যখন রয়েছ, তখন ক্রিকেটীয় সিদ্ধান্ত তোমরাই নেবে।’
টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস বাদে কেকেআর-ই একমাত্র দল, যারা আইপিএল-এ দু’বার চ্যাম্পিয়ন হয়েছে। চলতি মরশুমেও ভালো পজিশনে রয়েছে কেকেআর। পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতে শীর্ষস্থানে রয়েছে শাহরুখ-গম্ভীরের নাইট রাইডার্স।
১৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস