মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ০৫:৫৮:০৯

মাসাকাদজা ৬৮-তুষার ৬৪-আশরাফুল ৪৬ রান, তবে ফল গড়ালো অন্যদিকে

মাসাকাদজা ৬৮-তুষার ৬৪-আশরাফুল ৪৬ রান, তবে ফল গড়ালো অন্যদিকে

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে পাত্তাই পায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় ম্যাচে দুর্বল কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ২৪ রানের জয় পায় মতিঝিল পাড়ার দলটি। মোহামেডানের জয়ের পেছনে ১৫৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক তামিম ইকবাল।

বিকেএসপির চার নম্বর মাঠে টসে জিতে আগে ব্যাট করে তামিম ইকবালের ১২৫ বলের ১৫৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৩০৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে মোহামেডান। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৮৩ রান তুলতে সক্ষম হয় কলাবাগান।

আগে ব্যাটিংয়ে নেমে শামসুর রহমান শুভকে সাথে নিয়ে উদ্বোধনীতে ৭৩ রানের জুটি গড়েন বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ইনিংসের শুরু থেকে তামিম উইকেটের একটা পাশ আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানর ছিলেন যাওয়া আসার মিছিলে। ৫০ বলে ৩৮ রান করে আউট শুভ। এরপর রনি তালুকদারকে সাথে নিয়ে ৫৭ রান যোগ করেন তামিম। ২০ রান করে ফেরেন রনি।

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে দলকে ২৪৮ রানে রেখে যান তামিম। সঞ্জিত শাহার স্পিনে ধরা পরার আগে ১২৫ বলে ১৮ চার ও সাত ছক্কায় ১৫৭ রান করেন মোহামেডানের এই ওপেনার। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বির ২১ ও ২২ রানের কল্যাণে ৩০৭ রানের পুঁজি পায় মোহামেডান। কলাবাগানের হয়ে ৫২ রানে ৪ উইকেট নেন সঞ্জিত শাহা।  

জবাবে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে জসিমউদ্দিনের উইকেট হারিয়ে বিপদে পড়া কালাবাগানকে খেলায় ফেরান আশরাফুল ও জিম্বাবুয়ের ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা। ৪৯ বলে ৬ রান করে আউট আশরাফুল। তৃতীয় উইকেটে মাসাকাদজার সাথে ৯২ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ৬১ বলে ৬৪ রান করা তুষার ইমরান। এরপর দ্রুত উইকেট হারালে ম্যাচ থেকে ছিটকে যায় কলাবাগানের দলটি।

দলের হয়ে সর্বোচ্চ ৮১ বলে ৬৮ রান করেন মাসাকাদজা। শেষ দিকে ৩২ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলা সত্বেও দলকে জয় এনে দিতে পারেননি মুক্তার আলী। মোহামেডানের হয়ে তিন উইকেট শিকার করেন কামরুল ইসলাম রাব্বি। দুই উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান : ৫০ ওভারে ৩০৭/৯ রান (তামিম ১৫৭, শামসুর রহমান ৩৮; সঞ্জিত ৪/৫২)।
কলাবাগান : ৫০ ওভারে ২৮৩/৯ রান (মাসাকাদজা ৬৮, তুষার ইমরান ৬৪, আশরাফুল ৪৬)।
ফল: মোহামেডান ২৪ রানে জয়ী।
ম্যাচ সেরা : তামিম ইকবাল (মোহামেডান)।
১৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে