স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রীড়া একাডেমি বিকেএসপিতে প্রচণ্ড খরতাপের মধ্যেও ব্যাটিং তাণ্ডব চালালেন মোহামেডান ওপেনার তামিম ইকবাল। বইয়ে দিলেন কালবৈশাখী ঝড়। কলাবাগানের বোলিং তছনছ করে ১২৫ বলে তুললেন রেকর্ড ১৫৭ রান।১৮ চার ও ৭টি বিশাল ছক্কা ছিল তাতে।
প্রথম দিকে দেখেশুনে খেললেও সময়ের সঙ্গে ভয়ঙ্কর হয়ে ওঠে তামিমের ব্যাট। ৬১ বলে করেন অর্ধশতক। এরপর ৪১ বলে পরের পঞ্চাশ। লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যক্তিগত ত্রয়োদশ সেঞ্চুরি হাঁকান ১০২ বলে। সেঞ্চুরির পর রীতিমত অগ্নিমূতি দেখাতে থাকেন তামিম। ২১ বলে করেন পরের পঞ্চাশ! শেষ পর্যন্ত ১২৫ বলে ১৫৭ করে আউট তামিম।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটিই। রেকর্ড গড়ার পথে তামিম ছাড়িয়ে যান নিজেকে। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে করেছিলেন ১৫৪।
গত বছরের শেষ ম্যাচে আবাহনীর হয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে করেছিলেন ১৪২। মানে ব্যাক টু ব্যাক বড় শতক হাঁকানোর কৃতিত্ব দেখালেন তামিম।
এদিকে তামিমের বিস্ফোরক দিনে রান পেলেন নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবার ঢাকা লিগে খেলতে নামা মোহাম্মদ আশরাফুল।
গত বছরের জুলাইয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও তেমন রান করতেন পারেননি আশরাফুল। ঢাকা মেট্রোর হয়ে জাতীয় লিগে তার সর্বোচ্চ রান ছিল ৩৯। ঢাকা লিগে কলাবাগোনের হয়ে গত ম্যাচে করেন ৬।
মঙ্গলবার আশরাফুলের ব্যাট হাসলো কিছুটা। মোহামেডানের বিপক্ষে ৮টি চারের সাহায্যে ৪৯ বলে ৪৬ রান করেছেন সাবেক এ অধিনায়ক। এ ম্যাচে পথমে ব্যাট করে তামিমের অবিশ্বাস্য ব্যাটিংয়ের সুবাদে ৯ উইকেটে ৩০৯ রান তুলে মোহামেডান।
১৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি