স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিছুদিন আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। টেস্টে ক্রিকেট খেলেনা সেও অনেকদিন আগের কথা। তাই তো ওয়ানডে ও ঘরোয়া ক্রিকেট লিগেই দেখা যায় নড়াইল এক্সপ্রেসকে।
অখণ্ড অবসরেও মাশরাফি কিন্তু বসে নেই। দুই দিন আগে বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মাশরাফি। তবে এবার বাড়ি গিয়ে যা যা করেছেন ক্যাপ্টেন্সি মাশরাফির এগুলোও তার ইতিহাসে অবিস্মরণীয় থাকবে।
এবার বাড়িতে বেড়াতে মাশরাফি ছুটে যান খাগড়াছড়ি জেলার পাহাড় ঘেরা অরণ্যে। সেখানে সীমান্ত এলাকায় দায়িত্বরত বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করে দারুণ সময় কাটিয়েছেন। বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের কাজের প্রশংসা করে একদিনের জন্য হলেও সেনাবাহিনীর সঙ্গে কাজ করার ইচ্ছে পোষণ করেছেন বাংলাদেশের ওডিআই অধিনায়ক।
খাগড়াছড়িতে দুই দিনের ছুটি কাটিয়ে মঙ্গলবার দুপুরে তিনি নিজ জেলা নড়াইলের গ্রামের বাড়িতে ফিরে যান। সেখানে বাড়ি পাশ দিয়েই বয়ে গেছে চিত্রা নদী। ছোট বেলায় এই চিত্রা নদীতে সাঁতার কেটে, গোসল করে বড় হয়ে উঠেন দুরন্ত কৌশিক।
আজও তিনি তাই ফিরে গেলেন কৈশোরের দিনগুলোতে। বাড়ি ফিরেই নেমে পড়েছেন চিত্রা নদীতে। নদীতে মাশরাফির সেই গোসলের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে গেছে।
১৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি