মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ০৮:২৩:৩৩

আস্থার প্রতিদান দিলেন তামিম ইকবাল

আস্থার প্রতিদান দিলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরের নিষেধাজ্ঞার কারণে এবার প্রথম ম্যাচ খেলতে পারেননি তামিম ইকবাল। সেই ম্যাচে হেরেছে মোহামেডান। আর রানও করেছিল মাত্র ২২০। দ্বিতীয় ম্যাচে ফিরলেন তামিম। দেড়শত রানের বড় ইনিংসও খেলেছেন তিনি। আর তাতে মোহামেডান পেয়েছে এবারের আসরের প্রথম জয়। সবচেয়ে বড় কথা, দিন শেষে স্কোরলাইনের যে অবস্থা তাতে তামিমের ওই ১৫৭ রানের ইনিংসই গড়ে দিয়েছে পার্থক্য। মূলত তার ওপর রাখা আস্থার প্রতিদান দিয়েছেন দু`হাত ভরে।

‘মোহামেডান আমার প্রথম ওপর আস্থা রেখেছে, আমি তার প্রতিদান দিতে চাই। এটা আমার কর্তব্য। দলের জন্য আমি শতভাগ দেয়ার চেষ্টা করেছি। সেটা হয়তো সফল হয়েছে মোটামুটি। আর আমাকে মোহামেডান নিয়েছেই পারফর্ম করার জন্য। যে কোনো লেভেলে পারফর্ম করা অন্যরকম অনুভূতি হয়।’

তবে দিনের শুরুটা নিজের মতো করতে পারেননি তামিম। কে বলবে, ১৫৭ রানের ইনিংসে ১৮টি চার মারা তামিম প্রথম চারের জন্য অপেক্ষা করেছেন নয় ওভার। ধীর গতিতে শুরু করলেও নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন। এরপর করলেন লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ড সেঞ্চুরি। যদিও প্রিমিয়ার লিগে ১৮৮ রানের মতো ইনিংসও রয়েছে তার।

‘আমার শুরুটা সাবলীল ছিল না। নয় ওভার অপেক্ষা করতে হয়েছে প্রথম বাউন্ডারির জন্য। তারপর ধীরে ধীরে নিজেকে তৈরি করেছি। পঞ্চাশের পর হিসেব করে খেলেছি। আমার শট সিলেকশন ভালো ছিল। আমি কাকে মারব, কিভাবে মারব- এটা খুব ভালো ছিল।’

তার সামনে সুযোগ ছিল ডাবল সেঞ্চুরি করার। এটা হতো লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরি। তবে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। প্রচণ্ড গরমে শেষ দিকে ক্লান্ত হয়ে পড়েছিলেন তামিম। তবে শত রানের পরের পঞ্চাশ রানই ম্যাচ শেষে পার্থক্য হয়েছে বলে মনে করেন এ ড্যাশিং ওপেনার।

‘চল্লিশ ওভার পর আমি যখন দেড়শ’র ঘরে পা দিয়েছি তখন মনে হয়েছে আমার ডাবল সেঞ্চুরির কথা। এই প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়েছিলাম। শরীরে আর কোনো শক্তি পাচ্ছিলাম না। বলতে গেলে প্রচণ্ড গরমে শরীর আর চলছিল না। তবে ভালো লেগেছে ১০০-এর পর যে ৫০টা রান করেছি, সেটা দলের খুব উপকার হয়েছে।’

আগামী ২৬ এপ্রিল তিন জাতি টুর্নামেন্ট খেলতে উড়ে যাবেন আয়ারল্যান্ডে। এর আগে খেলতে পারবেন আর মাত্র ২টি ম্যাচ। তাই এখন পুরো মনোযোগ প্রিমিয়ার লিগ ও মোহামেডানেই দিচ্ছেন বলে জানান তামিম, ‘আমি এখন মোহামেডানে আছি। ২৬ তারিখে ফ্লাইটে ওঠার আগ পর্যন্ত আমরা লক্ষ্য মোহামেডানকে আমার সেরাটা দেয়া। আপাতত আমি ভাবছি প্রিমিয়ার লিগ ও মোহামেডানকে কীভাবে সেরাটা দেয়া যায়।-জাগোনিউজ
 ১৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে