মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ১০:০২:২৪

মুশফিকদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব

মুশফিকদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব

স্পোর্টস ডেস্ক: কদিন আগেই আক্ষেপটা ঝরেছিল মুশফিকুর রহিমের কণ্ঠে। জাতীয় দলের পারিশ্রমিকটা যদি আরেকটু বেশি হত, তাহলে ভালো হতো। এমন কথা বলেছিলেন তিনি। মুশফিকের এই চাওয়া পূরণ হতে পারে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন নতুন চুক্তিতে প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ।

আগামী শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্ত হবে মাশরাফি-মুশফিকসহ চুক্তিতে থাকা ১৫ ক্রিকেটারের বেতন কতটা বাড়বে।

সবশেষ ২০১৫ সালে ২৫ শতাংশ বেতন বেড়েছিল চুক্তিতে থাকা ক্রিকেটারদের। ক্রিকেটারদের বেতন বৃদ্ধি প্রসঙ্গে মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ দল যেভাবে পারফর্ম করছে, তাতে ক্রিকেটারদের প্রত্যাশা থাকা খুবই স্বাভাবিক। আর্থিক বিষয়টা আসলে সবাইকে অনুপ্রাণিত করে। এটা যে যে অবস্থায় থাকুক না কেন। আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই বাড়ানোর।’

বিসিবির চুক্তি থেকে বাদ পড়ছেন নাসির হোসেন, আরাফাত সানি ও আল আমিন হোসেন। আর যোগ হচ্ছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকত।
১৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে