স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট টিম রয়্যাল চ্যালেঞ্জার্সের মালিক বিজয় মালিয়া লন্ডনে গ্রেফতার হয়েছেন।
প্রতারণা মামলার কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের ‘প্রত্যর্পণ ইউনিট’ মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দিতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে কাজ করছিল ভারতীয় কর্তৃপক্ষ। বিলুপ্ত প্রতিষ্ঠান কিংফিশার এয়ারলাইনস নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ভারতে মামলা চলছে।
ভারতের এই ধনকুবের বর্তমানে ঋণে জর্জরিত হলেও তিনি দাবি করেন, তার এখনো ৬০০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি রয়েছে। তবে এ অর্থ উপার্জনে তিনি কোনো দুর্নীতি করেননি।
মঙ্গলবার তাকে ওয়েস্টমিন্সটার ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। তারপর তাকে ভারতে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হবে। গত বছর এপ্রিল মাসে বিজয় মালিয়ার পাসপোর্ট বাতিল করে ভারত সরকার। তখন তিনি যুক্তরাজ্যে ছিলেন। তাকে দেশে ফেরাতে ভারত সরকার তৎপরতা অব্যাহত রাখে।
১৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি