মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ১০:৫৬:৫৮

১১০ রানের বিশাল ব্যবধানে ভারতকে লণ্ডভণ্ড করে দিয়ে ফাইনালে বাংলাদেশ

১১০ রানের বিশাল ব্যবধানে ভারতকে লণ্ডভণ্ড করে দিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভারতকে ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চলমান শারীরিক প্রতিবন্ধীদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।  এতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৭ রানের বড় পুঁজি পায় স্বাগতিকরা।  

জবাবে ব্যাট করতে নেমে রীতিমত পাত্তাই পায়নি ভারতীয় দল।  নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রান সংগ্রহ করে দলটি।  ফলে ১১০ রানের বড় জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে অপরাজিত ৯৬ রানের অসাধারন ইনিংস খেলেন অধিনায়ক ফয়সাল খান।  মাত্র ৯৬ বলের মোকাবেলায় ১০ চার ও ১টি ছক্কার সহায়তায় এই রান করেন তিনি। আরেক ওপেনার আমিন উদ্দিনের ব্যাট থেকে আসে ৪২ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস।  বোলারদের মধ্যে সুজাউল ও মোয়াজ্জেম দুটি করে উইকেট শিকার করেন। ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশের অধিনায়ক ফয়সাল খান।

আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজটির ফাইনাল।  বাংলাদেশ ও ভারত ছাড়াও এতে অংশ নিয়েছে শ্রীলঙ্কা।
১৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে