স্পোর্টস ডেস্ক: ফর্মটা মোটেও ভালো যাচ্ছিলো না ক্রিস গেইলের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার ইতোমধ্যে দুইটি ম্যাচে একাদশের বাইরে ছিলেন তিনি। মঙ্গলবার এবি ডি ভিলিয়ার্স ইনজুরিতে থাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একাদশে সুযোগ পান গেইল।
সুযোগ পেয়েই অসাধারণ একটি ইনিংস খেললেন তিনি। এদিন গুজরাট লায়ন্সের বিপক্ষে ৩৮ বল খেলে ৭৭ রান করে আউট হন গেইল। এই রান করার পথে তিনি পাঁচটি চার মারেন ও সাতটি ছক্কা হাঁকান।
এবারের আইপিএলে আজ নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর আগে পাঁচটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে ব্যাঙ্গালোর। ওই পাঁচটি ম্যাচের মধ্যে গেইলকে তিনটি ম্যাচে একাদশে রাখা হয়। ওই তিন ম্যাচে গেইলের রান সংখ্যা যথাক্রমে ৩২, ৬ ও ২২।
এই ইনিংস খেলার পথে আরেকটি রেকর্ড গড়েছেন ক্রিস গেইল। সেটি হলো টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। আজকের ম্যাচ খেলতে নামার আগে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে মাত্র তিন রান দূরে ছিলেন তিনি।
রাজকোটে অনুষ্ঠিত আজকের ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট লায়ন্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে। ওপেনিং জুটিতে ক্রিস গেইল ও বিরাট কোহলি ১২২ রানের পার্টনারশীপ গড়েন। নির্ধারিত ২০ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ব্যাঙ্গোলোর সংগ্রহ করে ২১৩ রান।
১৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি