স্পোর্টস ডেস্ক: স্বয়ং দেবতা যেন ক্রিশ্চিয়ানো রোনালদোর কাঁধে ভর করেছিলো মঙ্গলবার রাতে। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে আকাশ থেকে যেন মাটিতে নামিয়ে আনলেন এই পর্তুগিজ স্ট্রাইকার। একে একে তিনবার বিশ্বসেরা গোলকিপার ন্যুয়ারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ালেন। ফিরতি লেগের এই ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো। সঙ্গে আরও একটি গোল যোগ করলেন মার্কো আসেনসিয়ো।
ফলাফল ৪- ২ গোলে হেরে এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়লো মুলারবাহিনী। আর দুই লেগ মিলিয়ে এই ব্যবধান রিয়াল মাদ্রিদের ৬ গোলের বিপরীতে বায়ার্নের মাত্র তিন গোল। যেখানে ৫টি গোলই দিয়েছেন সিআর সেভেন।
মরনপণ লড়াইয়ে ৮৪ মিনিটের মাথায় ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন মিউনিখ। খেলার ৫ মিনিটের মাথায় হলুদ কার্ড পাওয়া আর্তুরো ভাইডাল আবারো অবৈধ বাধা দেন মার্কোকে। বিনিময়ে লাল কার্ড গিলে মাঠ ছাড়া।
হ্যাটট্রিক রোনালদোর। দিশেহারা বায়ার্ন। তাইতো শেষ মুহূর্তে ১১২ মিনিটে মার্কো এসেনসিয়োও আরেকবার বল জড়ালেন বায়ার্নের জালে।
১৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস