বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ১১:২২:০৯

এই প্রশ্ন করায় ভারতীয় মিডিয়াকে শিক্ষা দেয়ার মত যে জবাব দিলেন মুস্তাফিজ

এই প্রশ্ন করায় ভারতীয় মিডিয়াকে শিক্ষা দেয়ার মত যে জবাব দিলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বিশ্বের বিস্ময় হয়ে ওঠা মুস্তাফিজকে দলে ডাক না পাওয়া নিয়ে প্রশ্ন করে ভারতীয় মিডিয়া। এর জবাবটা বেশ ভালোভাবেই দিলেন মুস্তাফিজ। যা ভারতীয় মিডিয়ার জন্য বেশ শিক্ষামূলক তো বটেই। আইপিএলের গত আসরের মতো চলতি আসরেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন তরুন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

আইপিএলে নিজের প্রথম বছরে দলের নিয়মিত সদস্য হলেও চলতি আসরে একাদশে জায়গা করে নিতে পারছেন না এই বাঁহাতি পেসার। এদিকে জাতীয় দলের হয়ে মাঠে নামার পর থেকেই বল হাতে আলো ছড়িয়েছেন এই তরুণ পেসার। আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন দুই বছরের কাছাকাছি। আর ছোট এই ক্যারিয়ারে নিজের নামের পাশে লিখিয়েছেন অনেক বড় বড় সাফল্য।  

শুধু দেশেই নয় আইপিএল এবং ইংলিশ কাউন্টিতে খেলে ক্রিকেটবিশ্বে তোলপাড় লাগিয়ে দিয়েছিলেন এই তরুণ বাঁহাতি। আইপিএলের গত মৌসুমে হায়দরাবাদের হয়ে খেলে শিকার করেছেন ১৭ উইকেট। পাশাপাশি হয়েছেন ইমার্জিং ক্রিকেটারও। এতো সব সাফল্য অর্জন করার পরও থেমে থাকতে চান না ফিজ।

জানালেন সাফল্যের কথা কখনও মাথায় নিয়ে ঘোরেন না তিনি। ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপ কালে তিনি জানান,‘আমি কখনও সাফল্যকে আমার মাথায় নিয়ে ঘুরিনা।  আপনারাই আমাকে বড় বানিয়েছেন। সবার কাছে আমার ট্যালেন্টকে তুলে ধরেছেন। তাই আজ আমি এখানে। ’

অন্যদিকে মুস্তাফিজের চাওয়া যদি সে বড় মানের একজন ক্রিকেটার নাও হতে পারেন সবাই যেন তাকে একজন ভালো মানুষ হিসেবে মনে রাখে। তিনি বলেন, ‘আমি যদি একজন বড় মানের খেলোয়াড় না হতে পারি তাহলে আমি চাই আমাকে সবাই একজন ভালো মানুষ হিসেবে চিনুক এবং আমাকে মনে রাখুক। ’
১৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে