বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ১১:৩৭:৫৩

দারুণ খবর, বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড!

 দারুণ খবর, বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড!

স্পোর্টস ডেস্ক: আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এর আগে এসেছে দারুণ খবর, বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড! যুবদের এই আসরকে সামনে রেখে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে বিসিবি।  মঙ্গলবার সাংবাদিকদের এ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী।

যুবদের জন্য বিদেশি কোচ রাখা হবে জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে আমরা একজন বিদেশি কোচ রাখার পরিকল্পনা করেছি।  দলের সাথে কাজ করা স্থানীয় কোচিং স্টাফরা তাকে সহায়তা করবেন। ’

এছাড়াও পরিবেশের সাথে মানিয়ে নিতে নিউজিল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করার কোথাও ভাবছে বিসিবি, ‘আমরা নিউজিল্যান্ডে একটি কন্ডিশনিং ক্যাম্প আয়োজনের কথা ভাবছি, যাতে বাউন্সি ও পেস-বান্ধব উইকেট এবং ভিন্ন পরিবেশে তারা মানিয়ে নিতে পারে। ’

এসময় নিজামুদ্দিন চৌধুরী আরও জানান, কয়েকটি দেশের অনূর্ধ্ব-১৯ দল মিলে সিরিজ আয়োজনের চেষ্টা চলছে।  তবে সবচেয়ে চমকপ্রদ যে খবরটি তিনি জানান- আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করতে পারে বিশ্বকাপের আয়োজক দেশ নিউজিল্যান্ডের ‘এ’ দল!

এ ব্যাপারে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেটের মধ্যে একটি চুক্তি হয়েছে।  চুক্তি অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। ’
১৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে