বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০২:৪৭:১৬

আইসিসিতে বিগ থ্রি রাখার জন্য মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড

আইসিসিতে বিগ থ্রি রাখার জন্য মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) চায়, ক্রিকেট বিশ্বে টিকে থাকুক ‘বিগ থ্রি’র ধারণা। এখন
আইসিসিতে বিগ থ্রি রাখার জন্য মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড

আগামী সপ্তাহে দুবাইয়ে আইসিসির বৈঠক। সেখানে বিসিসিআইয়ের সচিব অমিতাভ চৌধুরী জুনে লন্ডনে অনুষ্ঠিতব্য আইসিসির সাধারণ সভার আগ অবধি ‘বিগ থ্রি’র ধারণাই টিকিয়ে রাখার প্রয়াস চালাবেন। জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া (পিটিআই)।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানান, ২০১৪ সাল থেকে চলমান বিগ থ্রির পন্থায় আয়ের সিংহভাব পায় বিসিসিআই, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ফলে, সেটা ধরে রাখতে মরিয়া বিসিসিআই।
১৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে