স্পোর্টস ডেস্ক: ২০১৩ আইপিএলে গেইল ও বিরাট কোহলি খেলেন তার দলে। গত মঙ্গলবার লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে গ্রেফতার হলেন বিজয় মালিয়াকে। তিনি হলেন ভারতীয় ধনকুবের ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাবেক মালিক।
বুধবারই ওয়েস্টমিনস্টার আদালতে পেশ করা হয় মালিয়াকে। যদিও গ্রেফতার হওয়ার তিন ঘণ্টার মধ্যে জামিন পেয়ে গিয়েছেন তিনি। তবে, ভারতে ফেরাতে লন্ডনে যাচ্ছে সিবিআই।
মালিয়ারর বিরুদ্ধে নয় হাজার কোটি টাকার ঋণ খেলাপির মামলা রয়েছে। এর বাদে মালিয়া ২,০০,০০০ ডলার একটি ব্রিটিশ ফার্মকে দেন লন্ডনে ও অন্যান্য ইউরোপীয় দেশে ১৯৯৬, ৯৭, ৯৮ সালে ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপে কিংফিশারের লোগে প্রদর্শন করার জন্য।
মালিয়া একাধারে ভারতীয় ঘরোয়া ফুটবলের জমজমাট আসর আইলিগের দল ইস্ট বেঙ্গলেরও স্পন্সর। যদিও, এতে করে টাকা পয়সা আটকে থাকবে না বলেই অভিমত জানাচ্ছেন ক্লাব কর্মকর্তারা।
১৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর