স্পোর্টস ডেস্ক: ম্যাচের ভিডিও ধারণ করা, কোনো ধরনের ক্যামেরা ব্যবহার করা যাবে না।
চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর আগে এবারও ক্লাবগুলোকে এমন স্পষ্ট নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে, চলতি প্রিমিয়ার লিগে ম্যাচের ভিডিও ধারণ করছে খোদ বিসিবিই। গতকাল লিগের দ্বিতীয় রাউন্ডে ফতুল্লাহ ও বিকেএসপির দুটি মাঠে ছয়টি ক্যামেরা দিয়ে ম্যাচের ভিডিও রেকর্ড করেছে বিসিবির আম্পায়ার্স কমিটি। এই কার্যক্রম চলবে পুরো লিগ জুড়েই।
আর এসব ক্যামেরায় ধারণকৃত ভিডিও শুধু আম্পায়ার্স কমিটি নয়, কাজে দেবে কোচ চান্দিকা হাতুরুসিংহেরও। প্রথম রাউন্ডেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ১০৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেন জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন।
ছুটিতে থাকা কোচ চান্দিকা সেই ইনিংসের ভিডিও চেয়েছিলেন বিসিবির কাছে।
কিন্তু, তাতে বিসিবি অপারগতা জানালে অসন্তোষ প্রকাশ করেন এই কোচ।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে