বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০৪:৪২:০৯

ইডেনে সাকিব ও কোহলিদের ম্যাচে টিকিটের হাহাকার

ইডেনে সাকিব ও কোহলিদের ম্যাচে টিকিটের হাহাকার

স্পোর্টস ডেস্ক : টিকিটের জন্য এমন হাহাকার অনেকদিন দেখা যায়নি ইডেনে। একটা টিকিটের জন্য চড়া দাম দিতেও প্রস্তুত ক্রিকেটপ্রেমীরা। তাও টিকিটের দেখা নেই। রোববার আইপিএলের ম্যাচকে ঘিরে এমনই উন্মাদনা তৈরি হয়েছে।

অনলাইনে সব টিকিট শেষ। কাউন্টারেও ওই ম্যাচের টিকিট দেওয়া আপাতত বন্ধ। পরে কিছু টিকিট যদি ছাড়া হয়ও, হুড়োহুড়ি চরম আকার নেবে।  সেইদিন কলকাতা নাইট রাইডার্সের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। ইডেনে নাইট রাইডার্স আগেও দুটি ম্যাচ খেলেছে। টিকিটকে ঘিরে এই হাহাকার দেখা যায়নি।

ব্ল্যাকারদের কেউ কেউ আগাম কিছু টিকিট তুলে রেখেছেন। ডাবল দামেও ছাড়তে রাজি নন। আরও দর উঠলে তবে হয়ত ছাড়বেন। এই ম্যাচে হঠাৎ এই চাহিদা কেন?‌ প্রথমত, ছুটির দিন। তবে তার থেকেও বড় কারণ সম্ভবত বিরাট কোহলি। ইডেনের বাইরে জনতা চিৎকার করে উঠলে বিরাট কোহলির নাম নিয়ে।

অনেকে বিরাটের ছবি নিয়েও হাজির। নাইটকে ঘিরে যত না উন্মাদনা, বিরাটকে ঘিরে বোধ হয় তার থেকেও বেশি। এমনকী সেদিন গ্যালারিতে বিরাটের হয়ে অনেকে গলা ফাটাবেন, বোঝাই যাচ্ছে। এমনটা দেখা গিয়েছিল ২০১২ সালে, যেবার পুনের হয়ে খেলতে কলকাতায় এসেছিলেন সৌরভ গাঙ্গুলি।

একদিকে নাইট, অন্যদিকে দাদা। ইডেন সেদিন গর্জে উঠেছিল দাদার সমর্থনে। ইডেনে ম্যাচকেও সেদিন ‘‌অ্যাওয়ে ম্যাচ’‌ মনে হয়েছিল নাইট শিবিরের। রোববার হয়ত তেমনটা হবে না। তবে একথা নিশ্চিত করেই বলা যায়, গৌতম গাম্ভীর নামার সময় যত হাততালি পড়বে, কোহলি নামার সময় তার থেকে ঢের বেশি হাততালি নিয়ে অপেক্ষা করবে ইডেন।
১৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে