বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০৫:০৩:৪৩

‘ওয়ানডেতে ভালো খেলার কারণে আমাদের দলটা গোছানোই আছে’

‘ওয়ানডেতে ভালো খেলার কারণে আমাদের দলটা গোছানোই আছে’

স্পোর্টস ডেস্ক: ১ জুন থেকে ইংল্যান্ডে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। ১১ বছর পর বাংলাদেশ সুযোগ পেয়েছে এই টুর্নামেন্টে।

২০০৬ সালে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা টাইগাররা এবার নামছে মাশরাফি বিন মুর্তজার হাত ধরে।

এই আসরে অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর আস্থা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন মনে করছেন, দলে খুব বেশি পরিবর্তন হওয়ার সুযোগ নেই। তার মতে, ইংল্যান্ডের মতো জায়গায় অভিজ্ঞতার গুরুত্ব দেওয়া উচিত, ‘আমাদের ওয়ানডে দলটা তো প্রস্তুতই। খুব বেশি পরিবর্তন আনার দরকার নেই।

কম্বিনেশন তো মোটামুটি করাই আছে। ওয়ানডেতে ভালো খেলার কারণে আমাদের দলটা গোছানোই আছে।’

দলে নতুন মুখ আসার সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত সুজনের, ‘নতুন মুখের খুব বেশি সম্ভাবনা নেই। ইংল্যান্ডের মতো জায়গায় খেলা, সুতরাং অভিজ্ঞতাই বেশি গুরুত্বপূর্ণ।’

ওভালে ইংলিশদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ওখানকার উইকেট ফ্লাট বলেই চিন্তা নেই সুজনের। প্রিমিয়ার লিগের ম্যাচগুলো এই ধরনের উইকেটে হয়েছে বলেই ভালো সুযোগ দেখেছেন সাবেক এই অধিনায়ক,

‘ওভালের কন্ডিশন সম্পর্কে আমি জানি। ওখানকার উইকেট খুবই ফ্লাট হবে। প্রিমিয়ার লিগে এই ধরনের উইকেটে খেলা হচ্ছে বলে সুবিধা পাওয়া যাবে। এতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ছে।’ সঙ্গে যোগ করলেন, ‘বোলাররাও শিখতে পারছে।

তাদের জানতে হবে কিভাবে এই ধরনের উইকেটে বোলিং করতে হয়। ইয়র্কার কিভাবে ব্যবহার করতে হয়, স্লগ ওভারে কেমন বোলিং হওয়া উচিত।’
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে