বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০৫:১০:২৬

এখানেও মেসিকে ছাড়িয়ে রোনালদোই প্রথম...

এখানেও মেসিকে ছাড়িয়ে রোনালদোই প্রথম...

স্পোর্টস ডেস্ক: বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে শততম গোলের রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

এর আগে প্রথম লেগের ম্যাচে ২ গোল করে প্রথম ফুটবলার হিসেবে ইউরোপে গোলের সেঞ্চুরি করেছিলেন সিআর সেভেন। তার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি অবশ্য এখনও বেশ পিছিয়ে আছেন।

গতকাল ম্যাচের ৭৬ মিনিটে রোনালদো প্রথম গোল করার পরে ১০৫ মিনিটে দ্বিতীয় গোল করে রিয়ালকে লড়াইয়ে ফিরিয়ে আনেন। এর ৫ মিনিট পরে মার্সেলোর সহায়তায় নিজের তৃতীয় গোল করে রিয়ালকে সেমিফাইনালের টিকিট উপহার দেন।

মাদ্রিদের হয়ে এই তিন গোলে তিনি চ্যাম্পিয়নস লিগে ৮৫ ম্যাচে ৮৫টি গোল করলেন।

২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন বাকি ১৫টি গোল। রোনালদোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তারকা লিওনেল মেসি চ্যাম্পিয়নস লিগে করেছেন ৯৪টি গোল, যার মধ্যে ১১টি এসেছে এবারের মৌসুমে।

তবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের কাছে ৩-০ গোলে পরাজিত হওয়ায় সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে কাতালান জায়ান্টদের। এ কারনে মেসির সামনে নিজের স্কোর বাড়ানোর সুযোগ আর থাকছে না বলেই ধারণা করা হচ্ছে।

এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে