বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০৫:৫২:৩৬

কলকাতা আমার ‘সেকেন্ড হোম’: সাকিব আল হাসান

কলকাতা আমার ‘সেকেন্ড হোম’: সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট পণ্ডিত হার্শা ভোগলের মতে বাংলাদেশ ক্রিকেটের প্রথম ‘সিরিয়াস সুপারস্টার’ সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসান এক ভিডিও সাক্ষাৎকারে মুখোমুখি হলেন ক্রিকেট বিষয়ক ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজের। ক্রিকবাজের হয়ে সাক্ষাৎকার নিয়েছেন খোদ হার্শা ভোগলে।

সেখানেই সাকিব বলেন, কলকাতার প্রতি আত্মিক টান অনুভব করেন তিনি। কলকাতা তাই বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের সেকেন্ড হোম। হার্শা সাকিবকে প্রশ্ন করেন - ‘কলকাতা মানেই বাঙালির শহর। আপনাদের ঢাকাও তাই। কলকাতার সাথে তাই কোনো আত্মিক যোগাযোগ টের পান?’

জবাবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলা সাকিব বলেন, ‘হ্যা, আমি সব সময় বলি যে, কলকাতা আমার ‘সেকেন্ড হোম’। কলকাতার হয়ে খেলছি ছয় কী সাত বছর হতে চললো। আমরা একই ভাষায় কথা বলি। আমাদের সংস্কৃতি একই রকম। আবহাওয়াও প্রায় একই ধাঁচের। এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না। আমি যদি সড়কপথে বাড়ি (মাগুরা) যাই, তাহলে সেটাও খুব বেশি দূরে না। বড়জোর চার কি পাঁচ ঘণ্টা লাগে।’

সাকিব কিংবা মুস্তাফিজুর রহমা খেলেন বলেই আইপিএলের প্রতি এখন বাড়তি আগ্রহ বাংলাদেশি সমর্থকদের। সেটাও অস্বীকার করলেন না সাকিব। বললেন, ‘আমি মাঠে খেলতে নামলেই বাংলাদেশের সমর্থকদের বড় একটা অংশ টেলিভিশন সেটের সামনে বসে থাকে। এটা মুস্তাফিজের ক্ষেত্রেও সত্য।

মুস্তাফিজের আসার আগ পর্যন্ত বাংলাদেশে কেউ হায়দ্রাবাদের খেলা দেখতো না, খুব কমই ওদের নিয়ে আলোচনা হত। কিন্তু, মুস্তাফিজ হায়দ্রাবাদে আসা মাত্রই অবস্থাটা পাল্টে গেছে। সবাই হায়দ্রাবাদের ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে। দেশের মানুষ ক্রিকেটের সাথে খুব নিবীড়ভাবে যুক্ত। আমরা যেখানেই খেলতে যাই, সেই খেলারই তাঁরা খবর রাখে। যাদের হয়ে খেলি তাদের সমর্থন করে।’

আইপিএলের দশম সংস্করণে অবশ্য সাকিব এখনও মাঠে নামারই সুযোগ পাননি। কলকাতা তারপরও পাঁচটি ম্যাচের মধ্যে চারটিই জিতেছে। পয়েন্ট তালিকার শীর্ষেও আছে গৌতম গম্ভীরের দল।
১৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে