বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০৭:২২:৫৮

‘আমরা তো ওদের সবাইকে লজ্জাজনক ভাবে হারিয়েছি’

‘আমরা তো ওদের সবাইকে লজ্জাজনক ভাবে হারিয়েছি’

স্পোর্টস ডেস্ক: ১৯৮৬ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু বাংলাদেশের।

এরপর ৩২৪টি ওয়ানডে, ১০০টি টেস্ট এবং ৬৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়ে গেছে টাইগারদের। তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শুরুটা ভালো ছিলো না।

হারের বৃত্তে থাকা দলটি মাঝেমধ্যে দেখা পেতো জয়ের। তবে গত দুই বছর ধরে দারুণ বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। এ পরিবর্তনের পেছনে পেসারদের উত্থানকেই মূল নিয়ামক হিসেবে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুর্জয় বলেন, ‘আমাদের অধিকাংশ ভালো ফল এসেছে পেসাররা ভালো বোলিং করার কারণে।

তবে ম্যাচ জিততে হলে তিন বিভাগকেই ভালো করতে হবে। একটা বিভাগকে আলাদা করে দেখার কোনো সুযোগও নেই। জিততে হলে বা ভালো করতে হলে তিন বিভাগকেই ভালো করতে হবে।’

আগামী ২৬ এপ্রিল ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড উড়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ।

সবার মত সেখানে বাংলাদেশের ভালো সাফল্য চান সাবেক অধিনায়ক দুর্জয়ও। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের খেলোয়াড়রা ভালো ফর্মে থাকায় ভালো ফলাফল সম্ভব বলেও বিশ্বাস কররেন সাবেক এ অধিনায়ক।

‘প্রত্যাশা সবার এক। আমরা চাই বাংলাদেশ ভালো খেলুক। ফলাফল ভালো হোক। ইংল্যান্ডে আমরা অনেক দিন পর সফর করছি। দলের অধিকাংশ খেলোয়াড় ফর্মে থাকলে অনেক কিছুই করা যায়।

আমরা সেদিক থেকে এগিয়ে আছি। আমাদের মূল খেলোয়াড়রা ফর্মে আছে, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে তারা ভালো করছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে একই গ্রুপে খেলবে বাংলাদেশ। সবগুলো দলই ইংলিশ কন্ডিশনে দারুণ পারফরম্যান্স করে থাকে।

তাই বাংলাদেশের জন্য কাজটা অনেক কঠিনই। দুর্জয় নিজেও জানেন এটা। তার বিশ্বাস, বাংলাদেশ দল এখন আগের চেয়ে অনেক পরিণত, অনেক আত্মবিশ্বাসি। নির্দিষ্ট দিনে মাঠে ভালো খেলতে পারলেই ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে প্রত্যয় প্রকাশ করেন তিনি।

‘গ্রুপটা কঠিন। তবে আমরা তো ওদের সবাইকে লজ্জাজনক ভাবে হারিয়েছি। আমরা যে জিততে পারি, সেই বিশ্বাসও আছে। কে বড় দল, কে ছোট দল এ হিসেবে না গিয়ে মাঠে যে ওই দিন ভালো করবে তারাই জিতবে।

আমরা যে বড় দলের কাছে হেরে যাচ্ছি..., এসব জায়গা থেকে আমরা বের হয়ে এসেছি। আমরা সবাইকে হারাতে পারি। মাঠে পারফর্ম করলেই আমরা জিততে পারব।’

এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে