বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০৯:১৯:২৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে থাকছে কী কোন নতুন মুখ?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে থাকছে কী কোন নতুন মুখ?

স্পোর্টস ডেস্ক: আগামী ১লা জুন থেকে মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

দাপটের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। স্বভাবতই তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে সমর্থকদের মধ্যে চলছে বেশ জলঘোলা।

বিশেষ করে গত কয়েক সিরিজে দল নিয়ে বিসিবির পরীক্ষানিরীক্ষার পর অনেকেই ভেবেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও দেখা যেতে পারে কোনো নতুন মুখ।

তবে সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে পাপন নিশ্চিত করেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন মুখ দেখা যাবে না, সুযোগ পাবেন পরীক্ষিত ক্রিকেটারেরাই।

সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘দুটি টুর্নামেন্টের জন্য শিগগির দল ঘোষনা করা হবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন মুখ আসার সম্ভাবনা নেই। ওটা বড় টুর্নামেন্ট। পরীক্ষিতরাই থাকবেন সেখানে।’

এসময় তিনি আরও বলেন, ‘আমি তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহকে বাদ দিতে পারি না। এমনকি আমি ইমরুল, মুস্তাফিজ, মাশরাফি- যে কিনা দলের অধিনায়ক, তাদের বাদ দিতে পারি না।

এমনকি সাব্বির, মিরাজ, মোসাদ্দেকদেরও আমি বাদ দিতে পারবো না। তারা দলের মূল খেলোয়াড়। আমাদের পাইপলাইনে যথেষ্ট খেলোয়াড় আছে। কিন্তু আমরা তাদের এতো বড় টুর্নামেন্টে সুযোগ দিতে পারি না।’
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে