স্পোর্টস ডেস্ক: চলতি বছরের জুনে বসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতিমধ্যেই এই আসরকে নিয়ে তৈরী হয়েছে ব্যাপক উত্তেজনা।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরকে সামনে রেখে দল ঘোষণা করেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা।
১৫ সদস্যের এই স্কোয়াডের অধিনায়ক করা হয়েছে এবি ডি ভিলিয়ার্সকে।
এদিকে স্কোয়াডে নেই স্পিডগান ডেল স্টেইন। ইনজুরির কারণে এই আসরে তাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তবে ইনজুরি থেকে স্কোয়াডে ফিরেছেন আরেক পেসার মরনি মরকেল। দলে নতুন মুখ বাঁ-হাতি স্পিনার কেশভ মহারাজ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ এশিয়ার তিন দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
উল্লেখ্য, আগামী ১ জুন বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েনি পারনেল, আন্দিল ফেহলাকওয়াইও, কাগিসো রাবাদা, ইমরান তাহির, কেশভ মহারাজ, ডোয়াইন প্রিটোরিয়াস, ফারহান বিহারডাইন, মরনি মরকেল।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে