স্পোর্টস ডেস্ক: বেশ জলঘোলার পর অবশেষে নিশ্চিত হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর।
মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, বহুল প্রত্যাশিত বাংলাদেশ সফরে অবশেষে আসতে যাচ্ছে অস্ট্রেলিয়া।
বিসিবির দেওয়া তথ্যমতে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ঈদুল আযহার আগে ও পরে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
সাংবাদিকদের সাথে আলাপকালে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি, এফটিপি অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। আমরা অন্য ফরম্যাট খেলার ব্যাপারেও আলোচনা করেছিলাম, তবে সফরে শুধু টেস্ট ম্যাচই থাকবে। ’
গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময় অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল নিরাপত্তা পর্যবেক্ষণ করেন। তাদের সবুজ সংকেতের পর ফের আলোচনা গড়ায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের মধ্যে।
এসময় বাংলাদেশের পক্ষ থেকে পুর্ণাঙ্গ সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও শুধু টেস্ট সিরিজ খেলতে সম্মতি জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে