স্পোর্টস ডেস্ক: বহুল প্রতীক্ষিত অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে দর কষাকষি অব্যাহত রয়েছে।
গত বছরের শেষদিকে ইংল্যান্ড বাংলাদেশে এসে সিরিজ খেলে যাওয়ার পর আবারও সফরের আগ্রহ দেখায় অস্ট্রেলিয়া। কিন্তু কিছুদিন আগে তারা ২ ম্যাচের টেস্ট সিরিজের বদলে ওয়ানডে সিরিজের আবদার জানায়।
কিন্তু বিসিবির পক্ষ থেকে টেস্ট সিরিজের জন্যই শিডিউল প্রস্তাব পাঠানো হয়। শেষ পর্যন্ত হয়তো তারা ওয়ানডে সিরিজের দাবি থেকে সরে আসছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট অন্তত তাই বলছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বাংলাদেশ সফর নিয়ে অগ্রগতি বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে কেবল ২ ম্যাচের টেস্ট সিরিজের কথা বলা হয়েছে। কোনো ওয়ানডের কথা উল্লেখ নেই।
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সিরিজের ভেন্যু এবং সম্ভাব্য সময়সূচি নিয়ে দুদেশের বোর্ডের মধ্যে আলোচনা চলছে। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্রের বক্তব্য হলো, "খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা বাংলাদেশ সফরে যেতে চাই বিসিবির সঙ্গে এ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
তবে ক্রিকেটার এবং কর্মকর্তাদের নিরাপত্তাই আমাদের কাছে সবার আগে। আমরা নিরাপত্তার বিষয়গুলোর ওপর সতর্ক দৃষ্টি রাখছি। "
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে তারা বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে এসেছিল। এরপর গত ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশে সফরে আসার কথা ছিল অজিদের। কিন্তু নিরাপত্তার অজুহাতে সে সফর বাতিল করেছিল তারা।
এরপর গত বছর ইংল্যান্ড এসে বাংলাদেশে সিরিজ খেলে যাওয়ার পর আগ্রহ দেখায় অজিরা। ইংলিশদের দেওয়া নিরাপত্তায় সন্তুষ্ট হয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড মন্তব্য করেন, "গতবছর বাংলাদেশ ইংল্যান্ড দলের জন্য দারুণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। আমাদের নিরাপত্তা প্রধান সিন ক্যারলও বাংলাদেশ সফর করে ফিরে এসে ইতিবাচক রিপোর্ট দিয়েছে। "
এমটিনিউজ২৪ডটকম/এম.জে