স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের প্রথম ‘সিরিয়াস’ সুপার স্টার… এই উপমা দিয়েই সাকিবকে মহিমান্বিত করে থাকেন ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হারশা ভোগলে।
সাকিব নিজেকে কিভাবে ভাবেন? ক্রিকবাজের ব্লগে সাকিবকে একই প্রশ্ন করেছিলেন ভোগলে। কেকেআর হয়ে আইপিএল খেলতে ভারতে থাকা সাকিব মুখে হাসি নিয়ে উত্তরে বলেন,
‘না… তেমন কিছু না। এই মুহূর্তে ক্রিকেট নিয়ে বলতে গেলে আমি ভালো করছি। দলের হয়ে অবদান রাখতে পারছি। আর এটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। ’
বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসান প্রায় সব ফ্রেঞ্চাইজি লীগে ‘ওয়ান্টেড’ ক্রিকেটার। বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিবই বিশ্ব জুড়ে দল সব দলের চাহিদার কেন্দ্রবিন্দুতে থাকেন।
আইপিএল সহ বিশ্বের অন্যান্য টি-টুয়েন্টি লীগ সাকিব কিভাবে মাপেন? হারশার এমন প্রশ্নে সাকিব বলেন, ‘আইপিএলের পরিবেশ অবশ্যই ভিন্ন। এমন পরিবেশ আপনি বিশ্বের কোথাও পাবেন না।
আর ক্রিকেটীয় দিক থেকে তেমন পার্থক্য নেই। আমি তুলনা করতে পছন্দ করি না। যদি বলতেই হয় তাহলে আইপিএলকেই ক্রিকেট বিশ্বের সেরা টি-টুয়েন্টি লীগ বলা যায়। ’
সাকিব আল হাসান এবারের আইপিএলে এখন পর্যন্ত একটি ম্যাচেও খেলার সুযোগ পায় নি। যদিও সাকিবকে ছাড়াই কলকাতা জয়ের ধারা অব্যাহত রেখেছে।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে