স্পোর্টস ডেস্ক: চলছে ঢাকা প্রিমিয়ার লীগ, যেখানে তামিম ইকবাল নেতৃত্ব দিচ্ছেন আসরের বড় দল মোহামেডানকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে তামিমের সেঞ্চুরিতে মোহামেডান পেয়েছে বড় জয়। এতে স্বাভাবিকভাবেই তৃপ্ত তামিম। তবে শুধু নিজে ভালো পারফর্ম করেই সন্তুষ্ট নন, জাতীয় দলের সতীর্থদের কাছ থেকেও প্রিমিয়ার লীগে ভালো ক্রিকেট চান এই ওপেনার।
জাতীয় দলের আয়ারল্যান্ড সফরের কারণে এ মাসের শেষদিকে দেশ ছাড়তে হবে বাংলাদেশ দলকে। এ প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে তামিম বলেন, ’২৬ এপ্রিল থেকে টুর্নামেন্টে থাকবো না আমরা। আশা করি এই সময়ের মধ্যে জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের সেরাটা ঢেলে দিবে। মোহামেডানের হয়ে আমার শুরুটা ভালো হয়েছে। বাকি দুই-তিন ম্যাচেও আমি আমার সেরাটা দিয়ে দলকে জেতাতে চেষ্টা করবো।’
দ্বিতীয় রাউন্ডের ম্যাচ নিয়ে তামিম বলেন, ‘বড় স্কোর করতে সবসময়ই ভালো লাগে, বিশেষ করে যখন দল জয়ী হয়। ২০০৯ এর পর এটি ছিল মোহামেডানের হয়ে আমার প্রথম ম্যাচ। এই ম্যাচে দলের জন্য স্কোর করতে পেরে ভালো লাগছে।’
উল্লেখ্য, দ্বিতীয় রাউন্ডের খেলায় তামিমের ব্যাটে চড়ে কলাবাগান ক্রীড়া চক্রের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে মোহামেডান। ১২৫ বলে ১৫৭ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তামিম, যা তার ক্যারিয়ার-সেরা ইনিংস।
১৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস