স্পোর্টস ডেস্ক: আরেকবার রূপকথার জন্ম দিতে পারলো না বার্সেলোনা। দলটা যে ছিল জুভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গোলশূন্য থেকেই এই আসর থেকে বিদায় নিতে হলো লুই এনরিকের শিষ্যদের। দুই লেগ মিলে জুভেন্টাসের আগ্রগামিতা ছিল ৩-০। ফলে সেমিফাইনাল নিশ্চিত করলো ইতালীয় জায়ান্টরাই।
ন্যু ক্যাম্পে বার্সার ঘরের মাঠ ছিল বলেই উত্তেজনার পারদ ছিল শীর্ষে। এই দুল দলকে নিয়েই ম্যাচের আগে হচ্ছিল অনেক আলোচনা। কাটাছেঁড়া হচ্ছিল নানা তথ্য-উপাত্ত। কিন্তু শেষ পর্যন্ত মাঠের খেলায় তার কিছুই করে দেখাতে পারেনি কাতালানরা। উল্টো শুরুর দিকে আগের লেগের নায়ক দিবালাকে লক্ষ্য করে আক্রমণ শানায় বার্সা। যদিও আক্রমণ পাল্টা আক্রমণে ব্যতিব্যস্ত ছিল দুই দলই। গোল মুখের কাছে যেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি কোনও দলই।
অবশ্য ১৬ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল জুভেন্টাস। পাস থেকে পাওয়া বল কুয়াদারদো হাঁটুতে নিলেও লক্ষ্য ভেদ করতে পারেননি। এরপর ১৮ মিনিটে সুযোগ তৈরি করেছিলেন মেসিও। গড়িয়ে পড়লেও মেসির পাস ঠিকমতো পায়ে লাগাতে পারেননি আলবা।
২৪ মিনিটে দিবালা আক্রমণে গেলেও সেটি হয় অফসাইড। এভাবে এই অর্ধে বেশ কয়েকবারই আক্রমণ পাল্টা আক্রমণ চলে। একইভাবে ৩২ মিনিটে আবারও আক্রমণে ছিলেন মেসি। বুসকেটসের সঙ্গে কিছু পাস দেওয়া নেওয়া করে চেষ্টা করেছিলেন শট নিতে। কিন্তু বুফন সেটি পাঞ্চ করলে ফিরতি বলে সাইড নেট দিয়ে বল মেরে বসেন ।
৪১ মিনিটে খেলার ধারাতেই হলুদ কার্ড দেখেন বার্সা অধিনায়ক ইনিয়েস্তা। জুভ তারকা কুয়েদারদোকে ফাউল করেন তিনি।
৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেন নেইমারও। অবশ্য আগেই তাকে হলুদ কার্ড দেখানোর সুযোগ ছিল। কিন্তু এই সময়ে জুভ তারকা পিজানিচ মেসিকে ফাউল করলে উল্টো এই তারকাকেই বাজে ভাবে ফাউল করেন নেইমার। ফলে আরেকটি হলুদ কার্ড দেখায় সামনের ম্যাচে খেলা হচ্ছে না ব্রাজিলীয় তারকার। এই সময়েই সেই ফাউলে হালকা চোট লাগায় মাঠ ছেড়ে যান মেসি।
দ্বিতীয়ার্ধেও ছিল প্রথমার্ধের ছায়া। কিন্তু পুরো ম্যাচেই আক্রমণে এগিয়ে ছিল স্প্যানিশ জায়ান্টরা। ৬১ শতংশ বল দখলে এগিয়ে ছিল। এমনকি আক্রমণেও ছিল বার্সার আধিপত্য। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বসেরা রক্ষণভাগের বিপক্ষে রূপকথার জন্ম দিতে পারলো না বার্সেলোনা! যেই হতাশার ছায়া পড়ে নেইমারের চোখে-মুখে। পুরো রূপ বুঝবার আগেই শেষ দিকে জার্সিতে মুখ লুকিয়েই মাঠ ছেড়ে যান ব্রাজিলীয় তারকা।
এদিকে অপর কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে দ্বিতীয় লেগে ৩-১ গোলে হারিয়ে ৬-৩ অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করেছে মোনাকো।
২০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস