বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ১০:৩৯:৪৪

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফ্রির জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফ্রির জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ৫ জন মুসলিম ক্রিকেটারকে দলে নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফ্রির জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। গত বছরের নভেম্বর থেকে কাঁধের চোটে মাঠের বাইরে আছেন ডেল স্টেইন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার না থাকাটা একরকম নিশ্চিতই ছিল।  

অবশেষে এমনটাই হল, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দক্ষিণ আফ্রিকার ঘোষণা করা ১৫ সদস্যের দলে নেই এই পেসার।  তিনি না থাকলেও ইংল্যান্ডের এই টুর্নামেন্টের স্কোয়াড দিয়ে ওয়ানডেতে ফিরেছেন মর্নে মরকেল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান স্টেইন।  এখন চলছে তার সেরে ওঠার প্রক্রিয়া।  অভিজ্ঞ এই পেসারের না থাকা প্রোটিয়াদের জন্য বড় ধাক্কা হলেও স্বস্তির খবর মরকেলের ফেরা।  ২০১৬ সালের জুনের পর ওয়ানডে খেলা হয়নি এই পেসারের।  টেস্টে ফিরে অবশ্য নিজের সেরাটা দেখিয়েছেন মরকেল।

চোট কাটিয়ে ফেরা এবি ডি ভিলিয়ার্সকে অধিনায়ক করে ঘোষণা করা দলে জায়গা পেয়েছেন বোলিং অলরাউন্ডার ক্রিস মরিস, ওয়েইন পারনেল, আন্দিলে ফেলুকায়ো ও ডোয়াইন প্রিটোরিয়াস।  আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান হামিশ আমলা, ফাফ দু প্লেসিস ও জেপি দুমিনি।  

চ্যাম্পিয়নস ট্রফিতে মরকেলের সঙ্গে পেস আক্রমণে দেখা যাবে কাগিসো রাবাদাকে, আর স্পিন আক্রমণের দায়িত্ব থাকবে ইমরান তাহির ও কেশব মহারাজের ওপর। চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার মিশন শুরু ৩ জুন।  নিজেদের প্রথম ম্যাচে প্রোটিয়ারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।  ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।   

দক্ষিণ আফ্রিকা দল :

হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ দু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), জেপি দুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েইন পারলেন, আন্দিলে ফেলুকায়ো, কাগিসো রাবাদা, ইমরান তাহির, কেশব মহারাজ, ডোয়াইন প্রিটোরিয়াস, ফারহান বেহারদিন, মর্নে মরকেল।
২০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে