বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ১১:১১:০৮

আইপিএল শেষ মুস্তাফিজের, খালি হাতে ফিরে আসতে হচ্ছে!

আইপিএল শেষ মুস্তাফিজের, খালি হাতে ফিরে আসতে হচ্ছে!

স্পোর্টস ডেস্ক: ২০১৭ আইপিএল শেষ হলো মুস্তাফিজের, আর মাঠে নামা হবে না তার! হয়তো আঁতকে উঠছেন খবর শুনে। তবে বাস্তবে ফলতে যাচ্ছে যেন এমন কিছু্ই। আর কয়েক দিন পরেই বিসিবি কল করবে সাকিব ও মুস্তাফিজকে।

আর মাত্র কয়েকেটি ম্যাচ সামনে রয়েছে মুস্তাফিজের। কিন্তু প্রথম ম্যাচেই দলের কাটা হওয়ায় এই সব ম্যাচে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেও চলে। সাকিব পেতে পারেন দুই একটি ম্যাচ খেলার সুযোগ।

তবে সেটাও জটিল। এটা এখন অনেকটাই নিশ্চিত যে, ২০১৭ আইপিএল শেষ মুস্তাফিজের, এ আসরে আর মাঠে নামা হচ্ছে না তার। এমনটা হলে হাকডাকের ২০১৭ আইপিএলে মাত্র ১টি ম্যাচই খেলা হলো কাটারের। তাতে খালি হাতে ফিরে আসতে হচ্ছে!

প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ। বুধবার ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে টস জিতে ব্যাট করছে গেল আসরের চ্যাম্পিয়নরা। কিন্তু এদিনও হায়দরাবাদের মূল একাদশে জায়গা পাননি মুস্তাফিজুর রহমান।

এই নিয়ে টানা তৃতীয় ম্যাচে মুস্তাফিজকে ছাড়াই মাঠে নেমেছে দলটি। এদিন অবশ্য হায়দরাবাদের মূল একাদশে দু'টি পরিবর্তন এসেছে। মোহাম্মদ নবীর পরিবর্তে দলে ফিরেছেন কেন উইলিয়ামসন। এছাড়া বারিন্দার স্রানের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ।

পাঁচ এপ্রিল আইপিএলের পর্দা উঠলেও জাতীয় দলের ম্যাচ থাকায় কাটার মাস্টারকে শুরু থেকে দলে পায়নি হায়দরাবাদ। শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরে ১১ এপ্রিল ভারতের উদ্দেশে উড়াল দেন এই 'বিস্ময় বালক'। পরদিনই দলের তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একাদশে জায়গা পেয়েছিলেন মুস্তাফিজ। কিন্তু আইপিএলের এবারের আসরে নিজের প্রথম ম্যাচে যেন চেনা ছন্দে ছিলেন না তিনি।

প্রথম ওভারেই খরচ করেছেন ১৯ রান। সব মিলিয়ে বল ২.৪ ওভার বল করে ৩৪ দিয়েও ছিলেন উইকেটশূন্য। প্রথম ম্যাচে খরুচে বোলিং করে কলকাতার বিপক্ষে পরের ম্যাচে একাদশ থেকে জায়গা হারান বাঁ-হাতি এই পেসার। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দলের সর্বশেষ ম্যাচট ম্যাচেও মাঠে নামা হয়নি তার।

আইপিএলের গেল আসরে হায়দরাবাদের শিরোপা জয়ের নায়ক ছিলেন মুস্তাফিজ। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে বল হাতে আলো ছড়িয়ে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারও। কিন্তু এবারের আসরে এখন পর্যন্ত খেলেছেন মাত্র একটি ম্যাচ।
২০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে