বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ১২:১৪:১০

ত্রিদেশীয় সিরিজে দল ঘোষণা করেছে বাংলাদেশ, দলে চমক

ত্রিদেশীয় সিরিজে দল ঘোষণা করেছে বাংলাদেশ, দলে চমক

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে দল ঘোষণা করেছে বাংলাদেশ, নাসিরসহ আরও চমক রয়েছে দলে। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পরও নির্বাচক, টিম ম্যানেজমেন্টের নজর কাড়তে পারছিলেন না নাসির। অবশেষে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে ডাক পেয়েছেন এই তারকা। আর চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলে ডাক না পেলেও রয়েছেন স্ট্যান্ডবাই তালিকায়।

ঘরোয়া ক্রিকেটেও একের পর এক সেঞ্চুরি উপহার দিয়ে যাচ্ছেন। সদ্য সমাপ্ত বিসিএলে ডাবল সেঞ্চুরিও করেছিলেন। সেঞ্চুরি করেছিলেন ইমার্জিং এশিয়া কাপে। এমনকি কয়েকদিন আগে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও মোহামেডানের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি উপহার দেন তিনি। বল হাতেও দারুণ কার্যকরী নাসির হোসেন।

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডেই মোহামেডানের বিপক্ষে সেঞ্চুরিটাই মূলত তাকে স্কোয়াডে জায়গা এনে দেয়ার ক্ষেত্রে হয়তো মূল ভুমিকা পালন করছে। ওই ম্যাচে তার সেঞ্চুরির ওপর ভর করেই মোহামেডানকে হারিয়ে দেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দ্বিতীয় ম্যাচেও ভিক্টোরিয়ার বিপক্ষে তিনি ছিলেন ৪১ রানে অপরাজিত। গাজী গ্রুপও জয় পেয়েছে হেসে খেলে।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক সৈকত, মেহেদী মিরাজ, সানজামুল ইসলাম, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নুরুল হাসান সোহান, নাসির হোসেন, শুভাশিস রায়।
২০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে