বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ০১:৩১:৫৫

নাসিরের বিষয়ে এবার যা বললো বিসিবির প্রধান নির্বাচক

নাসিরের বিষয়ে এবার যা বললো বিসিবির প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক: যেকোনো সিরিজের জন্য দল ঘোষণার সময় সবার কৌতূহল থাকে নাসির হোসেন থাকছেন কি-না! বেশ কয়েকটি সিরিজ পর আবারো বাংলাদেশ দলে ফিরেছেন এই অলরাউন্ডার। তবে কেবল ইংল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ১৮ সদস্যের দলেই আছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে রাখা হয়নি নাসিরকে। আছেন অপেক্ষমাণ তালিকায়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, ঘরোয়া ক্রিকেটে পারফর্মের পুরস্কারই পেয়েছেন মি. ফিনিশার।

বৃহস্পতিবার দল ঘোষণার পর নাসিরের ফেরা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক। মিনহাজুল বললেন, ঘরের মাঠে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপ ও ঘরোয়া ক্রিকেটে ভাল করার জন্য বিবেচনায় নাসির।

‘নাসির হোসেন এক বছর ধরে দলের সাথে ট্যুর করছে না। সেই হিসেবে ওকে আমরা একটি প্রক্রিয়ার মধ্যে এনেছি। ও ইমার্জিং কাপে ভাল খেলেছে, ঘরোয়া ক্রিকেট যথেষ্ট ভাল খেলছে। যেহেতু সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প আছে। তাছাড়া আয়ারল্যান্ড সফরের জন্য ওকে অভ্যস্ত করা দরকার।

এই কন্ডিশনে আমাদের অনেক প্লেয়ার ক্রিকেট খেলেনি। সামনে আমাদের অনেকগুলো অ্যাওয়ে সিরিজও আছে। দক্ষিণ আফ্রিকায় আমাদের বড় সিরিজ আছে। সেই হিসেবে ১৮ জন নিয়ে যাচ্ছি। নাসির অনেকদিন ধরে দলের বাইরে আছে, সে টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করবে। যেহেতু আমাদের ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প আছে ইংল্যান্ডে, এখানে ওকে দেখা যাবে। আর যেহেতু ওর অভিজ্ঞতা আছে আশা করি তাড়াতাড়ি আগের ছন্দে ফিরবে।’

ঘরোয়া ক্রিকেটে একের পর এক সেঞ্চুরি উপহার দিয়ে যাচ্ছেন নাসির। জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন। সেঞ্চুরি পান ইমার্জিং এশিয়া কাপে। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই অধিনায়ক। বল হাতেও দেখিয়ে যাচ্ছেন ঝলক।
২০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে