বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ০১:৫৬:২৭

ঢাকায় ৪ বলে ৯২ রানের ঘটনায় ক্ষুব্ধ বিসিবি, কঠোর শাস্তির ঘোষণা

 ঢাকায় ৪ বলে ৯২ রানের ঘটনায় ক্ষুব্ধ বিসিবি, কঠোর শাস্তির ঘোষণা

স্পোর্টস ডেস্ক: মাত্র ৪ বলে ৯২ রানের ঘটনায় তদন্তে বিসিবি, কঠোর শাস্তির ঘোষণা। মাত্র ৪ বলেই হলো ৯২ রান। ঘটনাটা ঢাকার ক্রিকেটের। দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা।

মাত্র ৪ বল খেলেই ৯২ রান নিয়ে জয় তুলে নিয়েছে এক্সিউম। যার মধ্যে অতিরিক্ত থেকেই এসেছে ৮০ রান। মূলত বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদেই এমন কাণ্ড ঘটিয়েছে লালমাটিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৮৮ রানে অলআউট হয়ে যায় লালমাটিয়া।

এরপর বোলিং করতে নেমে সুজন মাহমুদ বৈধ বল করেছেন ৪টি। এর মধ্যে ৮০ রান দিয়েছেন অতিরিক্ত থেকে। যার ৬৫টি ওয়াইড বল এবং বাকি ১৫টি নো বল। ক্রিকেটের রেকর্ড বুকে এমন অদ্ভূতুড়ে ঘটনা আর দ্বিতীয়টি নেই। দেশের তো বটেই, বিশ্ব ক্রিকেটেও এমন নজির নেই!
২০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে