বিনোদন ডেস্ক: দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচে নাইটদের বিপদে তিনিও হাল ধরেছিলেন। খেলেছিলেন ৩৯ বলে ৫৯ অনবদ্য ইনিংস। তাঁর সঙ্গে মণিশ পান্ডের ১১০ রানে পার্টনারশিপই ঘুরিয়ে দিয়েছিল ম্যাচের মোড়। এই ইনিংস খেলার পর নিজেকে ‘স্পেশাল’ বললেন ইউসুফ পাঠান।
এ’ব্যাপারে তাঁর সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ হোস মরিনহোর মিল আছে বলতে হবে। কারণ মরিনহোও নিজেকে ‘স্পেশাল ওয়ান’ বলেন। কলকাতার নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান বলেছেন,‘জাতীয় দলে যদি আমি না থাকি, তাহলেও আমার কিছু যায় আসে না। কারণ আমি জানি আমি কী পারি! আর আমার সঙ্গে কারও তুলনা চলে না। কেউ আমার বিকল্প হতে পারবে না। কারণ আমি স্পেশাল।
২০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর