স্পোর্টস ডেস্ক: সেই পুরো যৌবনের মাশরাফিকে দেখা গেলো সাভারে। ছোট লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছে গাজী গ্রুপ। উদ্বোধনী জুটির দুর্দান্ত সূচনা করেছে। তবে ৫৯ রানে এই জুটির ভাঙন ধরান মাশরাফি মতুর্জা। সাজঘরে পাঠান এনামুল হককে। ব্যক্তিগত ৩৪ রানে ফিরেন তিনি।
সকালে টস জিতে ব্যট করতে নেমে আবু হায়দার রনির তাণ্ডবে অসহায় হয়ে পড়ে রূপগঞ্জ। একাই চার উইকেট শিকার করেন তিনি। গাজীর অপর বোলার পারভেজ রসুল শিকার করেন তিনটি উইকেট। ৪৪ ওভারে রূপগঞ্জের সংগ্রহ দাঁড়ায় সব উইকেট হারিয়ে ১৫৬ রান।
এর জবাবে বল হাতে ধামাকা মাশরাফির। শেষ খবরে ৯ ওভার বল করেছেন মাশরাফি। পুরো যৌবনের মাশরাফিকে পাওয়া গেলো এখানে। ৯ ওভারে মাত্র ২৫ রান দিয়েছেন তিনি। নিয়েছেন ১টি উইকেট। সাভারে বিকেএসপির মাঠে ডিবিএলের খেলায় এমন ক্রিকেট দিয়ে মুগ্ধ করেছেন মাশরাফি।
২০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর