বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ০৪:৫৬:৩১

পায়ে ৭ বার অস্ত্রোপচারের ধকল নিয়েও মাশরাফিই একমাত্র পেস বোলিং অলরাউন্ডার!

পায়ে ৭ বার অস্ত্রোপচারের ধকল নিয়েও মাশরাফিই একমাত্র পেস বোলিং অলরাউন্ডার!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলে স্পিনার কাম অলরাউন্ডার আছেন দুজন।

একজন তো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান; আর অপরজন ক্রিকেটে সদ্য হাঁটি হাঁটি পা পা শুরু করা মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের শুরুতে 'অলরাউন্ডার' তকমার যথাযথ বিকাশ ঘটাতে না পারলেও গত দুটি সিরিজে মিরাজকে অলরাউন্ডার হিসেবেই দেখা যাচ্ছে।

অভিষেক হয়ে গেছে তিন ফরম্যাটেই। কিন্তু একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব। সেই অভাব পূরণ করতে সাঈফউদ্দিনকে নিয়ে স্বপ্ন দেখছেন অনেকেই। কিন্তু, প্রধান নির্বাচক বললেন, পেস বোলিং অলরাউন্ডার তো অনেক আগে থেকেই একজন আছেন বাংলাদেশ দলে!

হ্যাঁ, ঠিকই ধরেছেন। সেই অলরাউন্ডার হলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চোটে জর্জরিত ক্যারিয়ারে নিজের ব্যাটিং গুণের কথা বারবার ভুলে যেতে হয়েছে ম্যাশকে।

চোট কাটিয়ে ফেরার সময় তাকে বেশি ব্যস্ত থাকতে হয়েছে বোলিং নিয়ে। সমর্থকদের মধ্যে একটা হাহাকার তাই সবসময়ই ছিল এবং আছে- আহা, ম্যাশ যদি ব্যাটিংটার দিকে একটু নজর দিত। একই কথা প্রধান নির্বাচকের। 

ম্যাশের মধ্যে অলরাউন্ডার হওয়ার সব সামর্থ্যই আছে উল্লেখ করে তিনি বললেন, "পেস বোলিং অলরাউন্ডার? আমাদের অধিনায়কই তো পেস বোলিং অলরাউন্ডার। "

পায়ে ৭ বার অস্ত্রোপচারের ধকল নিয়ে মাঠে বাঘের মত গর্জে ওঠা এই মাশরাফি বিন মুর্তজাকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অলরাউন্ডারের ভুমিকায় দেখতে চান মিনহাজুল।

  শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচেই দলের খুব প্রয়োজনের সময় ৫৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন মাশরাফি। এছাড়া সাঈফউদ্দিনকে ধীরে ধীরে তৈরি করার পরিকল্পনা আছে বোর্ডের।

প্রধান নির্বাচকের দৃঢ় বিশ্বাস, তার মধ্যে পেস বোলিং অলরাউন্ডার হয়ে ওঠার যথেষ্ট যোগ্যতা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন সাঈফের অভ্যস্ত হওয়ার পালা শুরু।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে