বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ০৬:০০:৫৬

১৫ সদস্যের দল ঘোষণা, যে কারণে দলে জায়গা পেল শফিউল

১৫ সদস্যের দল ঘোষণা, যে কারণে দলে জায়গা পেল শফিউল

স্পোর্টস ডেস্ক: চোট কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন শফিউল ইসলাম। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন এই ডানহাতি পেসার। গত বিপিএলের প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে জাতীয় দলের বাইরে তিনি।

বৃহস্পতিবার মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৮ সদস্যের ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের দলে ভরসা রাখা হয়েছে টাইগারদের জার্সিতে ৫৬টি ওয়ানডে খেলা শফিউলের ওপর।

শফিউলকে ফেরানো প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল বললেন, ‘ইনজুরিতে না পড়লে অনেকগুলো সিরিজেই খেলত শফিউলি। এখন ওর ফিটনেস খুব ভাল। ইংল্যান্ডের আবহাওয়া ঠাণ্ডা। ব্যাক টু ব্যাক ম্যাচ খেলালেও সমস্যা হবে না। শ্রীলঙ্কায় গরম ছিল বলে আমরা তাকে পাঠাইনি।’

গত বছরের ৬ ডিসেম্বর বিপিএলের প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান খুলনা টাইটানসের হয়ে খেলা শফিউল। পরে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি। তার পরিবর্তে দলে আসেন রুবেল হোসেন। ফিট হলেও শ্রীলঙ্কা সফরে পাঠানো হয়নি শফিউলকে।

ইনজুরির পর প্রায় দুই মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন শফিউল। ফিট হয়ে বিসিএল দিয়ে মাঠে ফেরেন। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলছেন এই পেসার।
২০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে