ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে আবাহনী লিমিটেড। লিগে আজ নিজেদের তৃতীয় ম্যাচে আজ ব্রাদার্স ইউনিয়নকে ৩২ রানে হারিয়েছে আবাহনী।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দলের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৭ রানের বড় স্কোর পায় আবাহনী।
ভারতীয় উদয় কাউল ১২০ বলে ৯৪, অধিনায়ক মাহমুদুল্লাহ ৪২ বলে ৪৯, নাজমুল হোসেন ৫৬ বলে ৪৯, ওপেনার উইকেটরক্ষক লিটন দাস ৪৯ বল ৪৮ ও শুভাগত হোম ১৭ বলে ৪৪ রান করেন। ব্রাদার্সের কাজী কামরুল ইসলাম ও অলক কাপালি ২টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার জুনায়েদ সিদ্দিকীর ব্যাটে চড়ে ভালোই এগোচ্ছিলো ব্রাদার্স। কিন্তু অন্যপ্রান্ত দিয়ে জুনায়েদকে ভালোভাবে সঙ্গ দিতে পারেননি অন্য কোন ব্যাটসম্যানরা। ফলে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৫ থেমে যায় ব্রাদার্স। সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ১১২ বলে ১১৪ রান করেন জুনায়েদ। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন মিজানুর রহমান। ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন আবাহনীর শুভাগত হোমনেন। তাই ম্যাচের সেরা হয়েছেন তিনি।-বাসস
২০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস