বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ০৭:১৯:২৪

মুশফিক-মাশরাফিদের পাত্তাই দিল না নাসিররা

মুশফিক-মাশরাফিদের পাত্তাই দিল না নাসিররা

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লীগে মুশফিক-মাশরাফির দল লিজেন্ডস অব রূপগঞ্জকে সহজেই হারালো নাসির হোসাইনের গাজী গ্রুপ।

রুপগঞ্জের দেয়া ১৫৭ রানের মামুলি লক্ষ্য আট উইকেট ও ১১ ওভার হাতে রেখেই টপকে গেছে গাজী গ্রুপ।

গাজী গ্রুপের হয়ে ওপেনার জহিরুল ইসলাম অপরাজিত সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান আসে মমিনুল হকের ব্যাট থেকে। এছাড়া আরেক ওপেনার আনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৩৪ রান।

রুপগঞ্জের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদুল হাসান। এর আগে তৃতীয় রাউন্ডের এই ম্যাচে ওভারকাস্ট কন্ডিশন থাকার পরও টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রুপগঞ্জ কাপ্তান মুশফিকুর রহিম।

শুরুতে গাজী গ্রুপের দুই পেসার আবু হায়দার রনি ও আলাউদ্দিন বাবুর বোলিংয়ে চাপে মুখে থাকে রুপগঞ্জ। উপরের সারির তিন ব্যাটসম্যানের দ্রুত বিদায়ে হাল ধরেন মাহমুদুল ও ইনফর্ম মুশফিক।

ম্যাচে ফিরতে লম্বা ইনিংস দরকার ছিল রুপগঞ্জের। গত দুই ম্যাচের সেরা ব্যাটসম্যান মুশফিক আজ ব্যর্থ হলে তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে রুপগঞ্জের মিডেল অর্ডার।

মাহমুদুল ৩০ ও মুশফিক ২৬ রান করে আউট হওয়ার পর শেষের দিকে রুবেল ৩৭ ও শরিফ ২৯ রান যোগ করে দলের মান বাঁচায়। গাজী গ্রুপের হয়ে এইদিন উজ্জ্বল ছিলেন ভারতীয় স্পিনার পারভেজ রসুল। নয় ওভারে ২৬ রান দিয়ে চার উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন গাজী গ্রুপের আবু হায়দার রনি।

লিজেন্ডস অব রূপগঞ্জ: এজাজ আহমেদ, আসিফ হাসান, হামিদুল ইসলাম, পিনাক ঘোষ, ইয়াসির আলী, দেওয়ান সাব্বির, মাহমুদুল হাসান, মো. সায়েম, হাসানুজ্জামান, নাঈম ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ শরীফ, মুরাদ খান, মোশাররফ হোসেন রুবেল, মুশফিকুর রহিম ও আসহার জায়েদি।

গাজী গ্রুপ ক্রিকেটার্স: সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম জুনিয়র, নাদিফ চৌধুরী, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, মহিউদ্দিন বেলাল, নাসির হোসাইন, পারভেজ রাসুল, মমিনুল হক, আলাউদ্দিন বাবু, জহুরুল ইসলাম ও এনামুল হক বিজয়।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে