বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ০৭:২২:০২

অনিয়মিত ক্রিকেটারদের নিয়ে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল

অনিয়মিত ক্রিকেটারদের নিয়ে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের জুনের এক তারিখ থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে তৃতীয় দেশ হিসেবে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ তাদের দল ঘোষণা করেছে।
 
বৃহস্পতিবার ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের নেতৃত্বের দায়ভার দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথকে এবং তার সহযোগী হিসেবে রাখা হয়েছে মারকুটে ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে।

ইনজুরি থেকে দলে ফিরেছেন পেসার জেমস প্যাটিনসন। এছাড়া অনিয়মিত পেস অলরাউন্ডার মোয়াসেস হেনরিক্সকেও দলে রাখা হয়েছে। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চোটে পরা ক্রিস লিনও আছেন দলে। তবে জায়গা হারিয়েছেন বোলিং অলরাউন্ডার জেমস ফকনারের।

২০০৯ সালে হলুদ জার্সিতে অভিষেক হলেও দেশের হয়ে কেবল মাত্র আটটি ম্যাচ খেলেছেন হেনরিক্স। ২০১৬ সালের আগষ্টে শেষবার ওয়ানডে ম্যাচ খেলেন এই পেস অলরাউন্ডার। অন্যদিকে অস্ট্রেলিয়ার জার্সিতে ২০১৫ সালের সেপ্টেম্বরে সবশেষ ওয়ানডে খেলেছিলেন জেমস প্যাটিনসন।

অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস, জোশ হ্যাজলউড, ট্রেভিস হেড, মোয়াসেস হেনরিক্স, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মার্কুস স্টোইনিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক) ও অ্যাডাম জাম্পা।
২০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে