রাইয়ান কবির: চলতি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে রান পেয়েছেন মোটামুটি সব বড় নামই। ফর্মে-অফ ফর্মে থাকা জাতীয় দলের খেলোয়াড়রা ছাড়াও রান পেয়েছেন দলের বাইরে থাকা তরুণ তুর্কি আর সিনিয়র খেলোয়াড়রাও। তবে এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। প্রতিবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর বেশিরভাগ উইকেট থাকত স্পিন সহায়ক।
আর তাই দলের বেশিরভাগ জায়গা দখল করে রাখত স্পিনাররাই। তবে এবার চিত্রটা ভিন্ন। ফতুল্লা ও বিকেএসপিতে যেসব উইকেটে খেলা হচ্ছে সেগুলো যথেষ্টই ফ্ল্যাট। আর এরই সুবাদে রানের বন্যা বইয়ে দিচ্ছেন ব্যাটসম্যানরা। এ নিয়ে আশার বাণী শোনালেন জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার ও প্রিমিয়ার লিগে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন।
কারণ আগামী জুনের এক তারিখ বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচ হবে ওভালে। আর সেই উইকেটও হবে ফ্ল্যাট। তাই ব্যাটসম্যানদের জন্য এটা একটা ভালো অনুশীল। তিনি বলেন, “ওভালের কন্ডিশন সম্পর্কে আমি জানি। সেখানকার উইকেট খুবই ফ্ল্যাট হবে। আমার মনে হয় প্রিমিয়ার লিগে ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে, এটা ভালো। এতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ছে।”
তিনি মনে করেন, এসব পিচে বল করে বোলাররাও থিতু হতে পারছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। তিনি যোগ করেন, “বোলাররাও শিখতে পারছে। তাদের জানতে হবে কিভাবে ফ্ল্যাট উইকেটে বোলিং করতে হয়, ইয়র্কার কিভাবে ব্যবহার করতে হয়, স্লগ ওভারে কেমন বোলিং হওয়া উচিত।”
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে নিউজিল্যান্ড ও স্বাগতিকদের সাথে এক ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে টাইগাররা। সেটারও ভালোই প্রস্তুতি হচ্ছে বলে মনে করেন সুজন। তার মতে,”প্রিমিয়ার লিগে খুব প্রতিযোগিতামূলক ক্রিকেট হয়। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ক্যাম্প রয়েছে, তার আড়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। আমার মনে হয় এতে দারুণ প্রস্তুতি হয়ে যাবে।”- বিডিক্রিকটাইম
২০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস