স্পোর্টস ডেস্ক: সাতক্ষীরার তেতুলিয়া গ্রাম, এই গ্রামেই বেড়ে উঠেছেন সময়ের বাংলাদেশ জাতীয় দলের তারকা পেস বোলার মুস্তাফিজুর রহমান।
গত বছর এই গ্রামেই ছিল উৎসবের আমেজ,ঘরের ছেলে মুস্তাফিজ যে তখন কাপিয়ে দিচ্ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার(আইপিএল)।
আইপিএল খেলতে এবারো গিয়েছেন মুস্তাফিজ, কিন্তু তেতুলিয়া গ্রামে নেই সেই উৎসবের আমেজ, বরং একটা হতাশা কুরেকুরে খাচ্ছে গ্রামের মানুষদের, মুস্তাফিজকে খেলতে না দেখার হতাশা!
শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেই কাটার মাস্টার ভারতে চলে গিয়েছিলেন আইপিএল খেলতে। গতবারের সবথেকে রহস্যময় বোলারকে প্রথম সুযোগেই মাঠে নামিয়ে দিয়েছিলো হায়দ্রাবাদ, কিন্তু বিধি বাম!
কোন এক অজানা কারনে এদিন মুস্তাফিজের কাটারগুলো বেঈমানি শুরু করলো, মুম্বাই ইন্ডিয়ানস এর ব্যাটসম্যানরা বারবার মাঠের বাইরে পাঠাতে লাগলো বলগুলো, এক বিভীষিকার মতো শুরু হল ফিজের এবারের মৌসুম!
এরপর হায়দ্রাবাদ খেলে ফেলেছে আরও তিনটি ম্যাচ, কিন্তু মুস্তাফিজকে আর দেখা যায়নি একাদশে।
মুস্তাফিজের একটি মাত্র বাজে পারফরমান্সের কারণে তাকে ম্যাচের পর ম্যাচ দলের বাইরে রাখা মেনে নিতে পারছে না ভক্তকুল, একাদশে মুস্তাফিজকে না দেখে টেলিভিশনের সুইচ বন্ধ করে দিচ্ছেন অনেকেই।
মুস্তাফিজুর রহমানের বড় ভাই মোখলেসুর রহমান অবশ্য এখনই গেলো গেলো রব তুলতে রাজি নন। বরং ক্রিকেটীয় দিক থেকে চিন্তা করতে দর্শকদের প্রতি আহবান জানালেন। তিনি বলেন, ‘ওকে কেন খেলানো হচ্ছে না, তা নিয়ে আমাদের কৌতূহল জাগে, এটা ঠিক।
সাধারণত, টিম জিতলে উইনিং কম্বিনেশন বদলাতে চায় না কোনও দলই। বাংলাদেশ ক্রিকেট টিমও তাই করে। সানরাইজার্স হায়দরাবাদও সেই কাজটাই করছে এখন।’
তিনি আরও বলেন, ‘রশিদ খান খুবই ভাল বোলিং করছে। রশিদ ভাল করায় আরেক জন বিদেশির সুযোগ পাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। গতবার ট্রেন্ট বোল্ট খেলেছিল। সেবার মুস্তাফিজ ভাল করায় বোল্ট মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল।’
ফিজের সঙ্গে নিয়মিত কথা হয় জানিয়ে মোখলেসুর রহমান বলেন, ‘ওর সঙ্গে প্রতিদিনই আমার কথা হয়। ক্রিকেট নিয়ে কোনও কথাবার্তা অবশ্য হয় না। ক্রিকেট নিয়ে বলার জন্য রয়েছেন কোচ। আছে টিম ম্যানেজমেন্ট।
আমরাও যদি ক্রিকেট নিয়ে ওর সঙ্গে কথা বলতে শুরু করে দিই, তাহলে ও কোথায় যাবে। পরিবারের খোঁজখবর নেয়। মা-বাবা, আমরা সবাই কেমন আছি জিজ্ঞাসা করে। পায়রা পোষা ওর নেশা। দেশের বাহিরে থেকেও মুস্তাফিজ এর জিজ্ঞাসা তার কবুতর গুলো কেমন আছে? এখন পায়রাগুলোর দেখভাল আমিই করি।’
মুস্তাফিজকে হয়তো শিগগিরই দেখা যাবে না হায়দ্রাবাদের একাদশে, হতাশা হয়তো বাড়তেই থাকবে তাঁর ভক্তকুলের।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে