বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ০৮:০৮:৫৮

জাতীয় দলে ‘জিরো’, ঘরোয়া ক্রিকেটে ‘হিরো’

জাতীয় দলে ‘জিরো’, ঘরোয়া ক্রিকেটে ‘হিরো’

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলে শুভাগত হোমের ক্যারিয়ার ছয় বছরের। অথচ, এর মধ্যে খেলেছেন মাত্র ১৭ টি আন্তর্জাতিক ম্যাচ।

তবে, যতগুলো ম্যাচ খেলেছেন এতেই দলে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে।

আর লাল-সবুজ জার্সিতে কখনও নিজেকে সেভাবে প্রমাণ করতে না পারা শুভাগত হোমের পক্ষেও খুব একটা যুক্তি খুঁজে পাওয়া যায় না। যদিও, ঘরোয়া ক্রিকেটে তিনি বড় পারফরমরাদের একজন।

আর আবারও তাঁর সেই পারফরম্যান্সের দেখা মিললো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী মাঠে আবাহনীর জয়ের নায়ক শুভাগত হোম। এই ডান হাতি অফ স্পিনার এদিন ৪৫ রান দিয়ে নিয়েছেন চার উইকেট।

তবে, এর চেয়েও বড় কাজটা এর আগে তিনি করে গেছেন ব্যাট হাতে। ১৭ বল ক্রিজে থেকেছেন। এর মধ্যে সাতটি চার আর একটি ছক্কায় খেলেছেন ৪৪ রানের এক ইনিংস। আর তাতে আবাহনীর স্কোর ৩২৭ এ গিয়ে ঠেঁকে। ম্যাচটা আবাহনী জিতে ৩২ রানে।

সকালেই চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। কোনোটিতেই জায়গা হয়নি শুভাগত’র।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে