বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ০৯:১৩:২৬

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নির্বাচকদের আস্থা মাশরাফির ওপর!

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নির্বাচকদের আস্থা মাশরাফির ওপর!

স্পোর্টস ডেস্ক: কন্ডিশনের জন্য ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলো স্কোয়াডে পেস-অলরাউন্ডারদের প্রাধান্য দিবে এটা এক প্রকার জানা কথা।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দক্ষিণ আফ্রিকার ঘোষিত দলে চারজন পেস-অলরাউন্ডারের অন্তর্ভুক্তি এটাই প্রমাণ করে।

এদিক দিয়ে অংশগ্রহণকারী দলগুলোর চেয়ে ঢের পিঁছিয়ে বাংলাদেশ ক্রিকেট দল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণার দিন নির্বাচকদের চোখে দেখা গেল অন্য চিত্র!

পেস-অলরাউন্ডারের অভাব ঘুচাতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাইফউদ্দিনকে সুযোগ দেওয়া হবে এমনটা অনেকের ধারণা থাকলেও বৃহষ্পতিবার দল ঘোষণার সময় দেখা মিললো কঠিন বাস্তবতার। শ্রীলংকার বিপক্ষে সিরিজে জাতীয় দলে ডাক পেলেও এ যাত্রায় আর সুযোগ হয়নি তাঁর।

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নির্বাচকদের আস্থা মাশরাফির ওপর। এমতাবস্থায় দলে পেস অলরাউন্ডারের অন্তর্ভুক্তি প্রসঙ্গে প্রশ্ন উঠতেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মাশরাফির ওপর ভরসা রেখে বলেন, ‘আমাদের অধিনায়কই তো একজন পেস অলরাউন্ডার।’

মাশরাফির পাশাপাশি এসময় তরুণ উদীয়মান সাইফউদ্দিন প্রসঙ্গেও কথা বলেন তিনি। সাইফউদ্দিনকে নিয়ে আশাবাদ ব্যক্ত করে

তিনি বলেন, ‘আমরা আরেকজন পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে মাত্র শুরু করেছি- মোহাম্মদ সাইফ উদ্দিন। আমরা ইতোমধ্যেই টি-টোয়েন্টিতে অন্তর্ভুক্ত করেছি। এখন ওকে আরও উন্নতি করতে হবে।

আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করতে একটু সময় লাগে। ওর যথেষ্ট যোগ্যতা আছে, ওকে ওইভাবেই তৈরি করা হবে। আগামীতে ওকে নিয়ে ভাবা হবে।’
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে