স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু ১২ মে। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা ১ জুন থেকে।
ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশ দল ১০ দিনের ক্যাম্প করবে ইংল্যান্ডের সাসেক্সে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ পাবেন মাশরাফিরা।
ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে রয়েছে দুটি করে আন্তর্জাতিক ম্যাচ। পরে ইংল্যান্ডের ওভালে ভারত ও পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ তো থাকছেই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এ ম্যাচগুলো বেশ কাজে দেবে বলে মনে করেন মাশরাফি।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল দেওয়া হয়েছে বৃহস্পতিবার। যখন মিরপুরের বিসিবি সভাকক্ষে নির্বাচকরা দল ঘোষণা কারছিলেন, মাশরাফি বিন মর্তুজা তখন বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছেন।
দল কেমন হয়েছে সেটা জেনেছেন বিকেলে, গাজী গ্রুপের বিপক্ষে রূপগঞ্জের ম্যাচ শেষে। তাতে সন্তুষ্টিই ঝরেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের কণ্ঠে।
‘আমার মনে হয় সবাই ভেবেচিন্তেই দল করেছে। একটু আগে দল দেখলাম। সম্প্রতি যারা খেলেছে তারাই আছে। নাসির ঢুকেছে। আমার কাছে মনে হয়, সম্ভাব্য সেরা দলই হয়েছে। বাকি কাজ আমাদের। সেখানে গিয়ে আমাদের ভালো খেলতে হবে। ’
প্রায় একই দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ। তবে ত্রিদেশীয় সিরিজে বেশি ক্রিকেটার নিয়ে যাওয়ার সুযোগ থাকায় দলে আছেন নাসির হোসেন, শুভাশিষ রায় ও নুরুল হাসান সোহান। তারা নেই চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলে।
শুধু সোহান মূল স্কোয়াডের ক্রিকেটার না হলেও বিসিবির খরচে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ইংল্যান্ডেই দলের সঙ্গে থাকে যাবেন।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বললেন, ‘আয়ারল্যান্ডে এখন ঠাণ্ডা আর ইংল্যান্ডে গ্রীষ্মকাল। উইকেট একটু ভিন্ন হতে পারে। অনেকদিন পর ওই ধরনের কন্ডিশনে খেলব।
আমার মনে হয় প্রস্তুতিতে সাসেক্সের ক্যাম্প এবং আয়ারল্যান্ড সফর কাজে লাগবে। ওই কন্ডিশনে আমরা কতটা কেমন খেলতে পারি, সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে। ’
এমটিনিউজ২৪ডটকম/এম.জে