বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ১১:০৬:৪৭

আমলার সেঞ্চুরিতে রানের পাহাড় পাঞ্জাবের

আমলার সেঞ্চুরিতে রানের পাহাড় পাঞ্জাবের

স্পোর্টস ডেস্ক: হাশিম আমলার সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে গ্লেন ম্যাক্সওয়েলের দল। জয়ের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৯৯ রানের টার্গেট ছুড়ে দিয়েছে পাঞ্জাব।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুভসূচনা করে পাঞ্জাব। উদ্বোধনী জুটিতে দলের স্কোরশিটে ৪৬ রান যোগ করেন দুই ওপেনার শন মার্শ ও হাশিম আমলা।

২১ বলে পাঁচটি চারে ২৬ রান করেন মার্শ। গ্লেন ম্যাকক্লেনেঘানের বলে কাইরন পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অসি এই ওপেনার।

ঋদ্ধিমান সাহা সাবধানে পা ফেলছিলেন। কিন্তু পা ফসকে গেছে। ১৫ বলে করেন ১১ রান; ছিল না কোনো বাউন্ডারি। ক্রনাল পান্ডিয়ার বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন প্যাভিলিয়নে। অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল ঝড় তোলেন।

ম্যাকক্লেনেঘানের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে করেছেন ৪০ রান। ১৮ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ইনিংসটি সাজান ম্যাক্সওয়েল।

এরপর মিচেল স্টইনিজ ১ রান করতেই বিদায় নেন। ম্যাকক্লেনেঘানের বলে পোলার্ডের হাতে ক্যাচ তুলে দেন। হাশিম আমলা ১০৩ রান করে অপরাজিত থাকেন। তার ৬০ বলের ঝড়ো ইনিংসটি সাজানো ৮টি চার ও ৬টি ছক্কায়।

আইপিএলে তো বটেই, টি-টোয়েন্টিতে এটি আমলার প্রথম সেঞ্চুরি। অক্ষর প্যাটেল ৪ রানে অপরাজিত ছিলেন।

মুম্বাইয়ের সেরা বোলার ম্যাকক্লেনেঘান। ২ উইকেট ঝুড়িতে জমা করেছেন তিনি। একটি করে উইকেট পকেটে পুরেছেন ক্রনাল পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহ।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে