স্পোর্টস ডেস্ক: ৩৭ বলের ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা। ৩৭ বলের ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা।
২০ ওভারে করতে হবে ১৯৯ রান। সহজ কোনো লক্ষ্য নয়। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে এই কঠিন লক্ষ্যটাও পানির মত তরল করে ফেললো মুম্বাই ইন্ডিয়ান্স।
ইনদোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে এই আকাশসমান লক্ষ্য তাড়া করতে নেমে চার ওভার তিন বল বাকি থাকতে আট উইকেটের বিশাল এক জয় নিয়ে মাঠ ছাড়লো মুম্বাই ইন্ডিয়ান্স। আর ষষ্ঠ ম্যাচে পঞ্চম জয় নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসলো দলটি।
আর এই জয়ে নি:সন্দেহে সবচেয়ে বড় অবদান ইংল্যান্ডের জশ বাটলারের। ব্রিটিশ দলের সহ অধিনায়কের ৭৭ রানের ইনিংসটি গুরুত্বের দিক থেকে ছাড়িয়ে যায় হাশিম আমলার সেঞ্চুরিকেও। ৩৭ বলের ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা।
এর বাদে নিতীশ রানা ৩৪ বলে ৬২ রান করেন। হাশিম আমলা দু:খ করতেই পারেন। ৬০ বলে ১০৪ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলার পরও তাকে হতে হয় পরাজিত দলের অংশ।
২০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস