শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭, ১০:৪৯:৩৬

মাশরাফিকে শূণ্য রানে বোল্ড করলেন মেহেদি হাসান

মাশরাফিকে শূণ্য রানে বোল্ড করলেন মেহেদি হাসান

স্পোর্টস ডেস্ক: প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পেলেও তৃতীয় ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে মুশফিক-মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ। এদিন নাসিরদের কাছে পাত্তাই পাননি মুশফিক-মাশরাফিরা। ম্যাচে মাশরাফিকে শূণ্য রানে বোল্ড করলেন মেহেদি হাসান। টানা তিন ম্যাচ জিতে ঢাকা প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন গাজী।

বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জের দেয়া ১৫৭ রানের টার্গেট ৩৬ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে টপকায় গাজী গ্রুপ। জহুরুল ইসলাম খেলেন অপরাজিত ৬২ রানের ইনিংস। ১৫ রানে অপরাজিত থাকেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পাওয়া নাসির হোসেন।

এনামুল হক বিজয় ও জহুরুল ইসলামের ৫৯ রানের ওপেনিং জুটি জয়ের দিকে এগিয়ে দেয় গাজীকে। ৩৪ রান করা বিজয়কে এলবিডব্লিউ করে ব্রেকথ্রু আনেন মাশরাফি বিন মর্তুজা। জহুরুলের সঙ্গে মুমিনুল হক জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান। দলীয় ১৩৮ রানে ৪৪ রান করা মুমিনুল ক্যাচ তুলে দেন মাহমুদুল হাসানের বলে। ভাঙে ৭৯ রানের দারুণ জুটিটি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আবু হায়দার রনির বোলিং তোপে ৪৪ ওভারে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। এক পর্যায়ে মনে হচ্ছিল তিন অঙ্কেই পৌঁছাবে না রূপগঞ্জের ইনিংস। ৯২ রানে ৮ উইকেট হারায় তারা। সর্বোচ্চ ৫৭ রানের জুটি আসে নবম উইকেটে।

আবু হায়দার রনি ২৯ রান করা মোহাম্মদ শরিফকে ফিরিয়ে আনেন ব্রেক থ্রু। নিজের পরের ওভারে আবু হায়দার ফেরান ৩৭ রান করা মোশাররফ রুবেলকে। এভাবে ১৫৬ রানে থামে রূপগঞ্জ। টপঅর্ডার ব্যাটসম্যানদের মধ্যে রান পান মাহমুদুল হাসান (৩০) ও অধিনায়ক মুশফিকুর রহিম (২৬)।

এবারের লিগে প্রথমবার ম্যাচসেরা হয়েছেন আবু হায়দার রনি। ৯ ওভারে ২৬ রান দিয়ে চার উইকেট নেন এই বাঁহাতি পেসার।
২১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে