স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে দারুণ ছন্দে ছিল মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহীমের লিজেন্ডস অর রূপগঞ্জ। টানা দুই জয় দিয়ে দারুণ কিছুরই ইঙ্গিত দেয় দলটি। তবে বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে বড় হার সঙ্গী হয় মাশরাফিদের। রূপগঞ্জকে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্স।
ডিপিএলের এবারের আসরে তিন ম্যাচে এটি রূপগঞ্জের প্রথম হার। অন্যদিকে এই নিয়ে টানা তৃতীয় জয় পেল নাসির হোসেনের গাজী।
বিকেএসপির-৩ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে ১৮ বল বাকি থাকতেই ১৫৬ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। জবাবে ব্যাটিংয়ে নামা গাজী ৬৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
গাজীর হয়ে ওপেনার জহুরুল হক সর্বোচ্চ ৬২* রান করেন। এছাড়া এনামুল হক বিজয় ৩৪, মুমিনুল হক ৪৪ ও নাসির করেন ১৫* রান। রূপগঞ্জের হয়ে একটি করে উইকেট নেন মাশরাফি ও মাহমুদুল হাসান।
এর আগে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জ আবু হায়দার রনি ও পারভেজ রসুলের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে ১৫৬ রানে গুটি যায়। দলটির হয়ে নয় নম্বরে নামা মোশাররফ হোসেন সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া মাহমুদু্ল হাসান ৩০ ও মুশফিক করেন ২৬ রান। মাশরাফি ৩ বলে কোনো রান করতে পারেননি।
আবু হায়দার রনি ৯ ওভারের স্পেলে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া পারভেজ রসুল তিনটি এবং মেহেদী হাসান নেন দুটি উইকেট।
২১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর