রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭, ০৩:১৩:৪২

চ্যাম্পিয়ন ট্রফিতে ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যা বললেন মিরাজ

চ্যাম্পিয়ন ট্রফিতে ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যা বললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ঘরের মাটিতে সাদা পোশাকের প্রথম টেস্ট ম্যাচে দুই ইনিংসে নিয়েছিলেন সাত উইকেট। সেই সুখস্মৃতির কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের পেস সহায়ক উইকেটেও ভালো কিছু করার স্বপ্ন দেখছেন তরুণ এই স্পিন অলরাউন্ডার।

ঢাকা প্রিমিয়ার ডিভিশনে মোহামেডানের হয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। ইংল্যান্ডে পেসারদের উপর বেশি প্রত্যাশা থাকবে। যেখানে যদি চ্যালেঞ্জ নিয়ে ভালো করতে পারি তা আমার জন্য অ্যাডভান্টেজ হবে। সেটা করতেও পারবো ইন শা আল্লাহ। কারণ দেশের মাটিতে তাদের (ইংল্যান্ড) বিপক্ষে আমি ভালো করেছি, সেই চিন্তাটা মাথায় থাকবে। তাই খানিকটা হলেও এগিয়ে থাকবো।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর খেলবে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রতিপক্ষ যে-ই হোক, এমন সম্মানিত টুর্নামেন্ট খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপে দুবার নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার।

মিরাজের ভাষায়, ‘যখনই আমি শুনেছি বাংলদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে, তখন থেকেই এখানে খেলার স্বপ্ন দেখছি। আল্লাহর রহমতে আমি সুযোগ পেয়েছি দলে। যদি একাদশে খেলতে পারি তাহলে একধাপ আরও এগিয়ে যাওয়া হবে।’

দুই টেস্টের সিরিজে বল হাতে বিশ্বরেকর্ড গড়েছিলেন মিরাজ। চট্টগ্রামে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ছয় উইকেট, পরের ইনিংসে এক উইকেট। দ্বিতীয় ম্যাচে মিরপুরে দুই ইনিংস মিলে ছয়টি করে তুলে নেন ১২ উইকেট! সেই দলের বিপক্ষে খেলতে গিয়ে স্বাভাবিকভাবেই খানিকটা হলেও বাড়তি আত্মবিশ্বাস পাবেন মিরাজ।  
২৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে