স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৬তম সভা শেষে নতুন এক যুগে প্রবেশ করলো বাংলাদেশ ক্রিকেট। সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, সাকিব আল হাসানই হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।
আর এই ঘোষণার মধ্য দিয়েই তিন অধিনায়কের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। টেস্ট আর ওয়ানডেতে আগের মতই দায়িত্ব পালন করে যাবেন যথাক্রমে মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজা।
ক্রিকেটের ইতিহাসে তিন ফরম্যাটে তিন ভিন্ন অধিনায়কের নজীর এর আগে দেখা গেছে কেবল দু’বার। ২০১১ সালের মে মাসে প্রথম নজীর স্থাপন করে ইংল্যান্ড। টেস্ট ও ওয়ানডের অধিনায়ক তখন ছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস।
তিনি ওয়ানডে থেকে অবসর নিলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ওয়ানডে অধিনায়ক করে অ্যালিস্টেয়ার কুককে। আর টি-টোয়েন্টিতে দায়িত্ব পান স্টুয়ার্ট ব্রড।
আর দ্বিতীয় ইতিহাসটা আবার বাংলাদেশের বিপক্ষে। ২০১৫ সালে বাংলাদেশ সফরে তিন ফরম্যাটে তিন ভিন্ন অধিনায়ক পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডেতে আজহার আলী, টেস্টে মিসবাহ উল হক ও টি-টোয়েন্টিতে শহীদ আফ্রিদি।
২৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি